• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শিক্ষকদের পাঠ্য বই নিয়ে যে পরামর্শ দিলেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১৬:২৩, ৩ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
শিক্ষকদের পাঠ্য বই নিয়ে যে পরামর্শ দিলেন শিক্ষামন্ত্রী

যেসব এলাকায় শিক্ষার্থীদের পাঠ্য বই এখনো পৌঁছায়নি সেসব এলাকার শিক্ষকদের শিক্ষামন্ত্রী ওয়েবসাইটে ভিজিট করে পড়ানোর পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মন্ত্রী বলেন, বই পৌঁছাতে ব্যত্যয় ঘটলে ওয়েবসাইট থেকে বই নিয়ে শিক্ষকরা তা পড়াতে পারবেন।বই যাদের বাকি ছিল তাদের সব বই ২৫ জানুযারির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এরপরও যদি কোথাও কোনো কারণে বই পৌঁছাতে দেরি হয়ে তাহলে অবশ্যই আমি তা দেখবো বলেও জানান শিক্ষামন্ত্রী।  

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বই যাদের বাকি ছিল তাদের সব বই ২৫ জানুযারির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এরপরও যদি কোথাও কোনো কারণে বই পৌঁছাতে দেরি হয়ে তাহলে অবশ্যই আমি তা দেখবো। তবে আমি সবাইকে বলবো ওয়েবসাইটে প্রত্যেকটি বই দেওয়া আছে। কাজেই বই পৌঁছাতে ব্যত্যয় ঘটলে ওয়েবসাইট থেকে বই নিয়ে শিক্ষকরা তা পড়াতে পারবেন।’

ডা. দীপু মনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশের যাত্রায় আমাদের রাজনীতিকেও স্মার্ট হতে হবে। মানুষ এবং দেশ এটি সবার আগে। মিথ্যাচার, অপপ্রচার, মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে পুড়িয়ে মারা কোনোভাবেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট রাজনীতির অংশ হতে পারে না। মৌলবাদ, সাম্প্রদায়িকতা,  ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে ভেদাভেদ করা এবং কোনো মানুষ না খেয়ে থাকবে আর অন্যেরা অর্থ বৃত্তের পাহাড় গড়ে তুলবে তা স্মার্ট রাজনীতিতে হতে পারে না। কাজেই যারা এই অপরাজনীতির চর্চা করেন তারা স্মার্ট রাজনীতির জন্য হলেও সঠিক রাজনীতির চর্চায় আসতে হবে।’

এসময় চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসডু পাটোয়ারীসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2