• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাবিতে পাঁচদিনেই ভর্তির আবেদন জমা পড়লো ২ লাখ ৩০ হাজার

সৈয়দ সাকিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ০৯:৫৬, ২১ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
রাবিতে পাঁচদিনেই ভর্তির আবেদন জমা পড়লো ২ লাখ ৩০ হাজার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন শিক্ষাবর্ষে ভর্তির প্রাথমিক আবেদন শুরু হয়েছে। এতে প্রথম পাঁচদিনেই প্রাথমিক আবেদন জমা হয়েছে দুই লাখ ৩০ হাজার। একক আবেদনকারীর সংখ্যা ১ লাখ ২৫  হাজারেরও বেশি।  

মঙ্গলবার (২১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক খাদেমুল ইসলাম বলেন, ‘সোমবার বিকেল ৫টা 
পর্যন্ত তিনটি ইউনিটে সর্বমোট ২ লাখ ৩০ হাজার ১১৯টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়েছে ৮৪ হাজার ৭৫৩টি, ‘বি’ ইউনিটে ৫৫ হাজার ৮২৭টি এবং ‘সি’ ইউনিটে ৮৯ হাজার ৫৩৯টি।’

আইসিটি সেন্টারের এই পরিচালক আরও জানান, ‘১৫ মার্চ দুপুর ১২টা থেকে প্রাথমিক আবেদন শুরু হয়েছে। চলবে মার্চের ২৭ তারিখ পর্যন্ত। আবেদনকারীদের এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রতি ইউনিটে ৭২ হাজার শিক্ষার্থীকে  নির্বাচন করা হবে।’

রাবির এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে ২৯ মে থেকে। চূড়ান্ত আবেদন প্রক্রিয়া চলবে ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলবে।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2