আলভী ও প্রভার ‘ভি আই পি জামাই’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আসছে রোমান্টিক কমেডি ধাঁচের নাটক ‘ভিআইপি জামাই’। মিজানুর রহমানের রচনা ও রাজ্জাক রাজের পরিচালনায় নাটকটিতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন যাহের আলভী ও সাদিয়া জাহান প্রভা।
৫ এপ্রিল (শুক্রবার) রাত সাড়ে ৮টায় বেসরকারি টেলিভিশন আরটিভিতে নাটকটি সম্প্রচারিত হবে। এ তথ্য জানিয়ে পরিচালক রাজ্জাক রাজ বলেন, গাজীপুরের পূবাইলের গ্রামীণ পটভূমিতে নাটকটি নির্মিত হয়েছে। এতে সামিয়া চরিত্রে প্রভা ও ভিআইপি জামাই চরিত্রে অভিনয় করেছেন যাহের আলভী। তারা দু’জনাই নিজ নিজ চরিত্রে খুবই ভালো অভিনয় করেছেন। আমিও চেষ্টা করেছি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার। আশারাখি, নাটকটি সবার ভালো লাগবে।
তিনি আরও বলেন, আমি প্রযোজক সঞ্জিত সরকার দাদার কাছে কৃতজ্ঞ। কারণ, তিনি আমার উপর আস্থা রেখেছেন। সেই সঙ্গে সার্বক্ষণিক দিয়েছেন পরমার্শও।
প্রভা-আলভী ছাড়াও নাটকের অন্যান্য চরিত্রে আবদুল্লাহ রানা, অঞ্জুমান আরা শিরিন, এস আই শহীদ, ইমরান হোসেন আযান, ইমরান হাসো, আনিকা আফসিন সুমাইয়া, মাসুদ রানা, আঞ্জুমান্দ হাকিম মৌমিতা, সুমন হোসেন প্রমুখ অভিনয় করেছেন।
সঞ্জিত সরকারের প্রযোজনায় নাটকটিতে চিত্রগ্রাহক হিসেবে ছিলেন মশিউর রহমান।
বিভি/টিটি
মন্তব্য করুন: