হাইওয়ে এক্সপ্রেসে দাঁড়িয়ে ভিডিও করে আইন অমান্য করলেন বুবলী

সাধারণ মানুষের কাছে সেলিব্রেটিদের বেশিরভাগ কাজই ভালোলাগার তালিকায় থাকে। আর সেই সেলিব্রেটি যদি চিত্রতারকা হন তবে তো কথাই নেই। তার ভক্ত অনুরাগীরা ভালোবেসেই তার সেই কাজ বেশি করে অনুসরণ করবে। তাই তারকাদের উচিত এমন কোনো কাজ না করা যা ক্ষতি কিংবা বিপদ ডেকে আনবে অথবা আইন লঙ্ঘন করবে। দেশের একজন স্বনামধন্য ও সুশিক্ষিত তারকা হয়েও চিত্রনায়িকা বুবলী এবার এমনি এক আইন লঙ্ঘনীয় কাজ করলেন।
সম্প্রতি আইন নিষিদ্ধ একটি কাজ করে সমালোচনার মুখোমুখি চিত্রনায়িকা বুবলি। গত সোমবার (২৭ মে) বুবলী তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রিলস পোস্ট করেছেন যেখানে তাকে এক্সপ্রেস হাইওয়েতে দাঁড়িয়ে বিভিন্ন পোজ দিতে দেখা গিয়েছে। রিলসের ক্যাপশনে তিনি লিখেছেন, 'নিজেকে ভালোবাসা মানেই শ্রেষ্ঠ ভালোবাসা।' এক্সপ্রেস হাইওয়েতে দাঁড়ানো সম্পূর্ণরূপে আইন লঙ্ঘনীয় একটি কাজ।
বুবলীর এই পোস্টে স্বাভাবিক ভাবেই তার ভক্তদের আকৃষ্ট করেছে। এই পোস্টে ১৪ হাজার লাইক, রিয়্যাক্ট পড়েছে এবং এটি এখন পর্যন্ত তিন লাখ মানুষ দেখেছে। কিন্তু তার এই রিলসের সবচেয়ে নেতিবাচক দিক হচ্ছে এটি দেখে আইনে নিষিদ্ধ একটি কাজ করতে তার ভক্তরাও আগ্রহী ও অনুপ্রাণিত হবে। যেখানে এক্সপ্রেস হাইওয়েতে এভাবে দাঁড়িয়ে ছবি তুললে কিংবা ভিডিও করলে যেকোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, সেখানে দেশের একজন অনুকরণীয় ও অনুসরণীয় ব্যক্তি হয়ে চিত্রনায়িকা বুবলীর এ ধরনের কাজ করা সম্পূর্ণ অনুচিত। এতে তার ভক্ত বা অনুরাগী যারা আছেন তারা তাকে অনুসরণ করতে গিয়ে যেকোনো সময় বিপদ ডেকে আনতে পারে। এছাড়া বিপদজনক বলেই দেশের আইনে এই ধরনের কাজ সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি এক্সপ্রেস হাইওয়েতে দাঁড়িয়ে নিজে আইন অমান্য করার পাশাপাশি তার ভক্তদেরও আইন অমান্য করতে উৎসাহিত করলেন, যা কি না একজন সেলিব্রেটির কাছ থেকে কখনো কাম্য নয়।
দেশের একজন অনুসরণীয় মানুষ হিসেবে চিত্রনায়িকা বুবলীর উচিত হবে ভবিষ্যতে আইন বিরুদ্ধ কিংবা বিপদজনক কোনো কাজ থেকে নিজেকে বিরত রাখা।
বিভি/জোহা/টিটি
মন্তব্য করুন: