‘পুষ্পা ২’র নতুন গান ‘আঙ্গারে’র ঝলকানিতে আলোকিত চারদিক

ছবি: সংগৃহিত
ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পর ব্যাপক ঝড় তুলেছিল বক্স অফিসে। পাশাপাশি সমালোচক থেকে সিনেমাপ্রেমীদের ব্যাপক প্রশংসা কুড়ায় সিনেমাটি। এতে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। এ বছর মুক্তি পাবে সিনেমাটির দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা : দ্য রুল’। ইতোমধ্যে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির এ বছরের বহুল আকাঙ্খিত সিনেমায় পরিণত হয়েছে 'পুষ্পা ২'।
পুষ্পা টু’ বা ‘পুষ্পা : দ্য রুল' নিয়ে উত্তেজনার পারদ চড়েছে দ্রুত লয়ে। চারিদিকে চলছে একে নিয়ে মাতামাতি। এরইমধ্যে এই সিনেমার টাইটেল সং 'পুষ্পা পুষ্পা' ভক্তদের উন্মাতাল করেছে। আর এবার ভালোবাসার আবহে মাতাতে এলো 'পুষ্পা ২' এর প্রথম কাপল সং 'আঙ্গারে'। এর মধ্য দিয়ে প্রথম পর্বের ‘সামী’কে লেখা গানটি এবার রোমান্টিক আবহে পরিণত হলো।
'পুষ্পা ২' কেন্দ্রিক যা প্রকাশ্যে আসছে তাই ঝড়ের বেগে লুফে নিচ্ছে সিনেপ্রেমীরা। গত বৃহস্পতিবার (২৩ মে) এই কাপল সং প্রকাশের দিনক্ষণ জানিয়ে একটি ভিডিও ঘোষণা প্রকাশ করা হয়েছিল। ভিডিওর শেষে জানানো হয়, ২৯ মে ভারতীয় সময় সকাল ১১:০৭ মিনিটে ও বাংলাদেশ সময় ১১:৩৭ মিনিটে 'আঙ্গারে' শিরোনামের গানটি প্রকাশ্যে আসবে। সেই কথামতো প্রকাশ্যে এল পুষ্পা ২ ছবির কাপল সং। 'পুষ্পা'র তুমুল সাফল্যের পর আসছে পুষ্পা ২। ধীরে ধীরে এই ছবির গান প্রকাশ্যে আনা হচ্ছে। এদিন মুক্তি পেল পুষ্পা ২ ছবির কাপল সং 'আঙ্গারে'। গানের শিরোনাম 'আঙ্গারে' হলেও এখানে ঘুরে ফিরে স্বামীর বন্দনা করা হয়েছে।
এর আগে 'পুষ্পা' ছবির 'সামী' গানটি দারুণ হিট হয়েছিল। সেটা পুরোদমে ড্যান্স নম্বর ছিল। কিন্তু এবার পুষ্পা ২ এর এই গানটি অনেক বেশি রোমান্টিক। যদিও তাতেই জমিয়ে নাচতে দেখা গিয়েছে রশ্মিকা মন্দানা এবং আল্লু অর্জুনকে। নায়কের গলা জড়িয়ে নতুন হুকস্টেপ শেখালেন নায়িকা। এবার দক্ষিণী পোশাক ছেড়ে প্যান্ট টপ পরেই নাচতে দেখা যায় শ্রীভাল্লিকে।
গানটি প্রকাশ্যে আসার সাথে সাথেই উন্মাতাল নেটদুনিয়া। 'আঙ্গারে'র ঝলকানিতে আলো ঝলমলে হয়েছে চারদিক। এই গানের তালে আন্দোলিত হচ্ছে ভক্ত অনুরাগীদের মন। ‘আঙ্গারে’ গানটির হিন্দি ভার্সন এরই মধ্যে ৬.৭ মিলিয়ন দর্শক দেখেছে। এটি ইউটিউবে ট্রেন্ডিংয়ে ৬ নম্বরে অবস্থান করছে। আর এর তেলেগু ভার্সন 'সুসেকি' এর ভিউ দাঁড়িয়েছে ১১ মিলিয়ন। মুক্তির অল্প সময়ের মধ্যে শ্রোতাপ্রিয়তার শীর্ষে চলে আসা এই গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। গানটি লিখেছেন রাকিব আলম ও সুর করেছেন দেবী শ্রী প্রসাদ।
অন্যান্য ভাষার সঙ্গে বাংলাতেও মুক্তি পেয়েছে এই গান। বাংলায় 'আগুনের' শিরোনামে গানটি লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। গেয়েছেন শ্রেয়া ঘোষাল। তবে কেবল বাংলা নয়, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে এই গান। ইতোমধ্যেই বাংলা ভার্সনটিও লাখের বেশি ভিউজ পেয়েছে।
উল্লেখ্য, সুকুমারের লেখা ও পরিচালনায় ‘পুষ্পা : দ্য রুল’-এ আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল এবং রাশমিকা মান্দানা প্রধান ভূমিকায় অভিনয় করছেন। আগামী ১৫ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ‘পুষ্পা: দ্য রাইজ’ এর দ্বিতীয় পর্ব ‘পুষ্পা : দ্য রুল’।
বিভি/জোহা/পিএইচ
মন্তব্য করুন: