• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কঙ্গনা’কে চড় মারায় অভিযুক্ত নারী কনস্টেবলের জন্য পুরস্কার ঘোষণা

প্রকাশিত: ১৬:২৫, ৮ জুন ২০২৪

ফন্ট সাইজ
কঙ্গনা’কে চড় মারায় অভিযুক্ত নারী কনস্টেবলের জন্য পুরস্কার ঘোষণা

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা অভিনেত্রী ও বিজেপির নবনির্বাচিত সাংসদ কঙ্গনা রানাওয়াত সম্প্রতি তার স্বভাবসুলভ বিতর্কিত মন্তব্যের জেরে অনাহুত ঘটনার মুখোমুখি হয়েছেন। দিল্লির কৃষক আন্দোলন সংগঠিত হবার সময়ে কৃষকদের অসম্মান করে মন্তব্য করার কারণে চন্ডীগড় এয়ারপোর্টে দায়িত্ব পালনরত সিআইএসএফের নারী কনস্টেবল কুলবিন্দর কৌরের কাছে শারীরিকভাবে লাঞ্ছিত হন তিনি।

এদিকে ঘটনায় অভিযুক্তকে ইতোমধ্যে শাস্তির আওতায় এনে গ্রেফতার ও বহিষ্কার করা হয়েছে। বিমানবন্দরে কঙ্গনাকে থাপ্পড় মারার ঘটনার পর কুলবিন্দরের বিরুদ্ধে এফআইআর হয়। কোর্ট অব এনকোয়ারির নির্দেশ দেয় সিআইএসএফ। তবে অনেকেই সেই নারী কনস্টেবলের সাহসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সেই ধারাবাহিকতায় ভারতের নবনির্বাচিত বিজেপি-দলীয় এমপি ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের গালে থাপ্পড় মেরে গ্রেপ্তার হওয়া সেই নারী কনস্টেবল কুলবিন্দর কৌরের জন্য পুরস্কার ঘোষণা করেছে এক ব্যবসায়ী।

জানা গেছে, সিআইএসএফের ওই কনস্টেবলের জন্য ১ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছেন ব্যবসায়ী শিবরাজ সিং বাইনস। তিনি জানান, থাপ্পড়কাণ্ডে অভিযুক্ত নারীকে ১ লাখ রুপি পুরস্কার দেবেন। শুধু তাই নয়, একটি ভিডিও শেয়ার করে কুলবিন্দরকে কুর্নিশও জানান ওই ব্যবসায়ী। পাশাপাশি পাঞ্জাবের সংস্কৃতি এবং মানুষের ভাবাবেগকে বাঁচানোর জন্য ওই সিআইএসএফের কনস্টেবলের প্রশংসাও করেন তিনি। ইতোমধ্যে বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।

অন্যদিকে, বলিউডের বিখ্যাত গায়ক ও সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি কুলবিন্দর কৌরকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, কুলবিন্দর কৌরের জন্য চাকরি প্রস্তুত আছে। তিনি যেকোন সময় সেখানে যোগ দিতে পারবেন। পোস্টের শেষে বিশাল লিখেছেন,‘জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান’!

এছাড়াও কুলবিন্দরের পাশে দাঁড়িয়ে নিজেকে তার ভাই হিসেবে পরিচয় দিয়েছেন শের সিং মাহিওয়াল নামের এক ব্যক্তি। তিনি বলেন, বোনকে পুরোপুরি সমর্থন করি। এমনকি সামাজিক যোগাযোগ ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওই কনস্টেবলের ভাই হিসেবে বক্তব্যও রাখতে শোনা যায় তাকে। এরই মধ্যে শের সিং মাহিওয়াল জানান, ওকে এই বিষয়ে সম্পূর্ণ সমর্থন করি। এই ব্যক্তি কপুরথালায় কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির অর্গানাইজেশন সেক্রেটারি বলে জানা গেছে।

উল্লেখ্য যে, ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির কট্টর সমর্থক অভিনেত্রী কঙ্গনা রাজনীতিতে অভিষেকের আগে বিভিন্ন সময় নানা ইস্যুতে দলটিকে সমর্থন করেছেন। সেসব বিষয়ে মন্তব্য করে শিরোনামেও একাধিকবার জায়গা করে নিয়েছেন। এবার নির্বাচনে জয়লাভ করার পরে তার তেমন একটি মন্তব্যের প্রেক্ষিতে ঘটে যাওয়া ঘটনায় আলোচনায় উঠে এলেন কঙ্গনা রানাওয়াত। তবে এবার আমজনতার মাঝে তার তুলনায় অভিযুক্ত কনস্টেবল কুলবিন্দর কৌরের সাহসিকতার চর্চাই বেশি হচ্ছে।

বিভি/জোহা/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2