• NEWS PORTAL

  • বুধবার, ২৬ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাবা দিবসে যে বার্তা দিলেন পরীমণি

প্রকাশিত: ১৬:২১, ১৬ জুন ২০২৪

ফন্ট সাইজ
বাবা দিবসে যে বার্তা দিলেন পরীমণি

ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির এ সময়ের দর্শকপ্রিয় নায়িকা পরীমণি স্বাধীনচেতা স্বভাবের হলেও দায়িত্বের বেলায় শতভাগ সচেতন তিনি। পরী তার জীবনের নানাবিধ ঘটনায় আলোচিত-সমালোচিত হলেও মা হিসেবে সর্বজন প্রশংসিত। শুধু মা হিসেবেই নয় নায়ক শরীফুল রাজের সাথে বিচ্ছেদের পর গত দুই বছর ধরে বাবার ভূমিকাও পালন করছেন এই অভিনেত্রী। একমাত্র সন্তান রাজ্য আদরে বেড়ে উঠছে পরীর কাছেই। বর্তমানে মেয়ে সন্তান প্রিয়মের মা-বাবা হয়েছেন তিনি। এ কারণে বাবা দিবসে নিজেই নিজেকে শুভেচ্ছা জানালেন এই চিত্রনায়িকা।

বিশ্বের সকল বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের উদ্দেশ্যে আজ ১৬ জুন (রবিবার) বিশ্বব্যাপী পালিত হচ্ছে বাবা দিবস। বিশেষ এই দিনটি উপলক্ষ্যে

রবিবার (১৬ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে পরী লিখেছেন, ‘মা হওয়ার সাথে সাথে এই বাবা হয়ে ওঠার ব্যপারটা যে চমৎকারভাবে আমার মধ্যে আছে সেটাকে আমি অবশ্যই এপ্রিসিয়েট করি। হ্যাপি ফাদার্স ডে পরী। দায়িত্বের এ জীবন কঠিন হলেও সুন্দর।’

বাবা দিবস উপলক্ষ্যে অভিনেত্রীর এই স্ট্যাটাসে ভক্ত-অনুরাগীরা পরী মণিকে প্রশংসায় ভাসাচ্ছেন। হোসাইন শুভ নামে একজন লিখেছেন, ‘সত্যিই তুমি অতুলনীয় একজন আদর্শ মা, আদর্শ বাবা।’

কে এম নিলয় হাসান নামে একজন লিখেছেন, ‘সত্যি বলছি পরী মা-বাবা হিসেবে তুমি অতুলনীয়।’ জান্নাত নামে আরেকজন লিখেছেন,‘পৃথিবীর শ্রেষ্ঠ মায়ের মধ্যে তুমি একজন পরী আপু।’

ইয়াসমিন সুলতানা পলিন লিখেছেন, ‘পরী তোমার এই বিষয়গুলোই তোমাকে ইউনিক করেছে। হ্যাপি ফাদার্স ডে।’

প্রসঙ্গত, চিত্রনায়িকা পরীমণি বর্তমানে ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব সিরিজের কাজ করছেন। এটি নির্মাণ করছেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে পরীমণিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে। এ ছাড়াও ওপার বাংলার সিনেমা "ফেলুবক্সী" তে সোহম চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

 

বিভি/জোহা/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2