• NEWS PORTAL

  • বুধবার, ২৬ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৮ দিনব্যাপি বাংলাভিশনের ঈদ আয়োজন, প্রথমদিন যা যা থাকছে 

প্রকাশিত: ২০:৪০, ১৬ জুন ২০২৪

আপডেট: ১৯:৫৬, ১৭ জুন ২০২৪

ফন্ট সাইজ
৮ দিনব্যাপি বাংলাভিশনের ঈদ আয়োজন, প্রথমদিন যা যা থাকছে 

প্রিয় তারকা, বিশেষ দিবস, ভিন্ন আয়োজন আর দর্শক বিনোদন মানেই বাংলাভিশন। প্রতিবারের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাভিশন আয়োজন করেছে আট দিনব্যাপি ভিন্নধর্মী বিশেষ অনুষ্ঠানমালার। উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে রয়েছে দেশের খ্যাতনামা নাট্য পরিচালকদের নির্মিত নাটক, জনপ্রিয় বাংলা চলচ্চিত্র এবং বৈচিত্র্যময় অনুষ্ঠান।

ঈদ আয়োজন সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘প্রতিবারের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাভিশন আয়োজন করেছে ৮ দিনব্যাপি ভিন্নধর্মী বিশেষ অনুষ্ঠানমালার। বিশেষভাবে থাকছে থাকছে ৭ পর্বের ২টি ধারাবাহিক নাটক, ৫৬টি একক নাটক, ৭টি টেলিফিল্ম, ৭টি বাংলা চলচ্চিত্র এবং এ ছাড়াও অন্যান্য অনুষ্ঠানমালা। বাংলাভিশন বারাবরই সুস্থধারার অনুষ্ঠান দিয়ে আসছে দর্শকদের, এবারও তার ব্যতিক্রম হবে না।  আশা করি দর্শকরা এবারের ঈদেও বাসায় বসে আমাদের আয়োজন উপভোগ করবেন।’

ঈদের প্রথমদিন থাকছে সেসব নাটক্ ও টেলিফিল্ম-

একক নাটক- যেখানে প্রেম নাই
পরিচালনা: রাফাত মজুমদার রিংকু।
প্রচার সময়: ঈদের দিন বিকেল ০৫ টা ৩০ মিনিটে। 
অভিনয়ে: তৌসিফ মাহবুব, তানজিম সাইয়ারা তটিনী ও আরও অনেকে।


নাটক- বিএমডব্লিউ’র ড্রাইভার
পরিচালনা: ইমরাউল রাফাত।
প্রচার সময়: ঈদের দিন রাত ০৭ টা ৪৫ মিনিটে।


নাটক- বউ একটা প্যারা
পরিচালনা: তাইফুর জাহান আশিক।
প্রচার সময়: ঈদের দিন রাত ০৯টা ২৫মিনিটে।
অভিনয়ে: মোশাররফ করিম, মীম চৌধুরী ও আরও অনেকে।

নাটক- শীতল
রচনা ও পরিচালনা: অনন্য ইমন।
প্রচার সময়: ঈদের দিন রাত ১০ টা ৪০ মিনিটে।
অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি ও আরও অনেকে।

 

নাটক- মনের আকাশে তুমি
পরিচালনা: আদিব হাসান।
প্রচার সময়: ঈদের দিন রাত ১১ টা ৩৫ মিনিটে। 
অভিনয়ে: ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল ও আরও অনেকে। 

 

২টি ৭ পর্বের ধারাবহিক নাটক 
৭ পর্বের ধারাবাহিক নাটক: হা-ডু-ডু
রচনা ও পরিচালনা: মাইদুল রাকিব।
প্রচার সময়: ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৬টা ৪৫মিনিটে।
অভিনয়ে: চাষী আলম, মারজুক রাসেল, অনিক, হাসান মাসুদ, ওয়ালিউল হক রুমি, শামীমা নাজনীনসহ আরো অনেকে।

 

৭ পর্বের ধারাবাহিক নাটক- মান্না তো ভালোই ছিল
রচনা ও পরিচালনা: সাগর জাহান।
প্রচার সময়: ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮ টা ৪০ মিনিটে।
অভিনয়ে: চাষী আলম, পাভেল, বাচ্চু, রুমেল ও আরো অনেকে।

 

টেলিফিল্ম- অসম্ভব খারাপ
পরিচালনা: শেখ নাজমুল হুদা ইমন। 
প্রচার সময়: ঈদের দিন বেলা ২টা ২৫ মিনিটে।
অভিনয়ে: মারজুক রাসেল, চাষী আলম, অনিকসহ আরো অনেকে। 

 

বাংলা চলচ্চিত্র- কিং খান
অভিনয়শিল্পী: শাকিব খান, অপু বিশ্বাস ও আরো অনেকে।
প্রচার সময়: ঈদের দিন সকাল ১০:১০ মিনিটে।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2