• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নিজের নির্বাচিত এলাকার জনগণের সাথে সায়ন্তিকা’র ঈদ উদযাপন

প্রকাশিত: ১৫:৫০, ১৮ জুন ২০২৪

ফন্ট সাইজ
নিজের নির্বাচিত এলাকার জনগণের সাথে সায়ন্তিকা’র ঈদ উদযাপন

টলিউডের এ সময়ের স্বনামধন্য অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। একসময় টলিপাড়ার ব্যস্ত এ মুখ বর্তমানে অভিনয় থেকে ছুটি নিয়ে রাজনীতি ও জনসেবায় মনোনিবেশ করেছেন। আর তাই এবার নিজের নির্বাচনী এলাকা পশ্চিমবঙ্গের বরানগরের মানুষের সঙ্গে ঈদ করলেন সায়ন্তিকা। ঈদের দিন সকালটা নিজ নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সঙ্গে কাটালেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি।

পশ্চিমবঙ্গে বাই ইলেকশনে বিপুল ভোটে জয়ী হয়ে বরানগর কেন্দ্রের বিধায়ক হয়েছেন সায়ন্তিকা। সেই এলাকার মানুষের সঙ্গেই ঈদুল আজহা উদযাপন করলেন অভিনেত্রী।

ঈদুল আজহার দিন সকালে বরানগরের আলমবাজারের জামা মসজিদ এবং রাজাবাগান মসজিদে হাজির হন সায়ন্তিকা। সাদা সালোয়ার কামিজ পরে অংশ নেন নামাজে। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে এবং তোলেন সেলফিও। এরপর পায়ে হেঁটে ঘুরে দেখেন আলমবাজার এলাকা।

 রূপালি পর্দায় অনেকদিনই ধরেই অনুপস্থিত সায়ন্তিকা। তবে রাজনীতির আঙিনায় দিব্যি কাজ করছেন। এর আগে বাঁকুড়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়েছিলেন। কিন্তু সেবার ভোটে জিততে পারেননি। না জিতলেও বাঁকুড়ায় দিনের পর দিন পড়ে থেকে মানুষের জন্য কাজ করে গেছেন। এরপর পশ্চিমবঙ্গের বাই ইলেকশনে বরানগর কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়ান। সেবার বিপুল ভোটে জিতে বরানগর কেন্দ্রের বিধায়ক হন।
 
নির্বাচনে জয়ের পর বর্তমানে বরানগরেই থাকছেন সায়ন্তিকা। কাজ করছেন সেই এলাকার মানুষের জন্য। একগুচ্ছ প্রকল্প নিয়ে এগিয়ে চলেছেন সামনের দিকে। ঈদের এই বিশেষ দিনে সায়ন্তিকার এমন উদ্যোগ তার রাজনৈতিক ইমেজকে আরও উজ্জ্বল করবে বলে মনে করছেন অনেকে।

বিভি/জোহা/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2