৮ দিনব্যাপি বাংলাভিশনের ঈদ আয়োজন, তৃতীয় দিন যা যা থাকছে

প্রিয় তারকা, বিশেষ দিবস, ভিন্ন আয়োজন আর দর্শক বিনোদন মানেই বাংলাভিশন। প্রতিবারের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাভিশন আয়োজন করেছে আট দিনব্যাপি ভিন্নধর্মী বিশেষ অনুষ্ঠানমালার।
উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে রয়েছে দেশের খ্যাতনামা নাট্য পরিচালকদের নির্মিত নাটক, জনপ্রিয় বাংলা চলচ্চিত্র এবং বৈচিত্র্যময় অনুষ্ঠান। বিশেষভাবে থাকছে থাকছে ৭ পর্বের ২টি ধারাবাহিক নাটক, ৫৬টি একক নাটক, ৭টি টেলিফিল্ম, ৭টি বাংলা চলচ্চিত্র এবং এ ছাড়াও অন্যান্য অনুষ্ঠানমালা।
ঈদ আয়োজন সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘প্রতিবারের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাভিশন আয়োজন করেছে ৮ দিনব্যাপি ভিন্নধর্মী বিশেষ অনুষ্ঠানমালার। বাংলাভিশন বারাবরই সুস্থধারার অনুষ্ঠান দিয়ে আসছে দর্শকদের, এবারও তার ব্যতিক্রম হবে না। আশা করি দর্শকরা এবারের ঈদেও বাসায় বসে আমাদের আয়োজন উপভোগ করবেন।’
ঈদের তৃতীয় দিন থাকছে সেসব টেলিফিল্ম-
২টি ৭ পর্বের ধারাবহিক নাটক
৭ পর্বের ধারাবাহিক নাটক: হা-ডু-ডু
রচনা ও পরিচালনা: মাইদুল রাকিব।
প্রচার সময়: ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৬টা ৪৫মিনিটে।
অভিনয়ে: চাষী আলম, মারজুক রাসেল, অনিক, হাসান মাসুদ, ওয়ালিউল হক রুমি, শামীমা নাজনীনসহ আরো অনেকে।
৭ পর্বের ধারাবাহিক নাটক- মান্না তো ভালোই ছিল
রচনা ও পরিচালনা: সাগর জাহান।
প্রচার সময়: ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮ টা ৪০ মিনিটে।
অভিনয়ে: চাষী আলম, পাভেল, বাচ্চু, রুমেল ও আরো অনেকে।
টেলিফিল্ম- আমার সুন্দরী বউরা
রচনা: সুজিত বিশ্বাস
পরিচালনা: তাইফুর জাহান আশিক
প্রচার সময়: ঈদের ৩য় দিন বেলা ২টা ২৫ মিনিটে।
অভিনয়ে: মোশাররফ করিম ও তানহা তাসনিয়াসহ আরো অনেকে।
ঈদের ৩য় দিন- একক নাটক
নাটক- মুক্তি
পরিচালনা: মাহমুদ মাহিন।
প্রচার সময়: ঈদের ৩য় দিন বিকেল ০৫ টা ৫০ মিনিটে।
অভিনয়ে: খায়রুল বাসার, ফারিণসহ আরো অনেকে।
নাটক- লুঙ্গি ম্যান
রচনা: গোলাম সারোয়ার অনিক।
পরিচালনা: মাইদুল রাকিব।
প্রচার সময়: ঈদের ৩য় দিন রাত ০৭ টা ৪৫ মিনিটে।
অভিনয়ে: নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি ও আরো অনেকে।
নাটক- ধরা
পরিচালনা: মুহাম্মদ মিফতাহ্ আনান।
প্রচার সময়: ঈদের ৩য় দিন রাত ৯ টা ২৫ মিনিটে।
অভিনয়ে: মুশফিক ফারহান, সামিরা খান মাহি ও অনিক ও আরো অনেকে।
নাটক- পাখির মতন মন
রচনা: আসাদ জামান।
পরিচালনা: মোহন আহমেদ।
প্রচার সময়: ঈদের ৩য় দিন রাত ১০ টা ৪০ মিনিটে।
অভিনয়ে: নিলয় আলমগীর, সামিরা খান মাহি ও আরো অনেকে।
নাটক- সুপার হিরো
পরিচালনা: আদিব হাসান।
প্রচার সময়: ঈদের ৩য় দিন রাত ১১ টা ৩৫ মিনিটে।
অভিনয়ে: যাহের আলভী, সেমন্তী সৌমি ও আরো অনেকে।
বাংলা চলচ্চিত্র- ঢাকার কিং
অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস, নিপুণ ও আরো অনেকে।
প্রচার সময়: ঈদের ৩য় দিন সকাল ১০:১০ মিনিট।
বিভি/জোহা
মন্তব্য করুন: