• NEWS PORTAL

  • শুক্রবার, ২৮ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হাঙরের আক্রমণে প্রাণ গেল ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ অভিনেতার 

প্রকাশিত: ১৯:২৪, ২৪ জুন ২০২৪

আপডেট: ১৯:৪১, ২৪ জুন ২০২৪

ফন্ট সাইজ
হাঙরের আক্রমণে প্রাণ গেল ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ অভিনেতার 

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস’ চলচ্চিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন হলিউড অভিনেতা থামায়ো পেরি। ৪৯ বছর বয়সী এই আলোচিত অভিনেতা মারা গেছেন হাঙরের আক্রমণে।

স্থানীয় সময় রবিবার (২৩ জুন) বিকালে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হোট দ্বীপে সার্ফিং করতে গিয়ে হাঙরের আক্রমণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

স্কাই নিউজ জানিয়েছে, থামায়ো পেরিকে পড়ে থাকতে দেখে একজন জরুরি সেবা সার্ভিসকে জানায়। পরে তাকে উদ্ধার করে তীরে আনার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছেন। তার শরীরে হাঙরের একাধিক কামড়ের ক্ষত রয়েছে।

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস’ সিনেমায় একজন জলদস্যুর চরিত্রে অভিনয় করেছেন পেরি। এর বাইরে ‘ব্লু ক্রাশ’সহ আরও কয়েকটি সিনেমায় দেখা গেছে তাঁকে।

যুক্তরাষ্ট্রের ওয়াহু দ্বীপে জন্ম নেওয়া পেরি অভিনয়ের পাশাপাশি লাইফ গার্ড ও সার্ফিং প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2