• NEWS PORTAL

  • রবিবার, ৩০ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ছেলেকে নিয়ে দুষ্টু মিষ্টি পরী!

প্রকাশিত: ১৭:৫২, ২৭ জুন ২০২৪

ফন্ট সাইজ
ছেলেকে নিয়ে দুষ্টু মিষ্টি পরী!

পরীমনি ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্য ও দত্তক নেওয়া কন্যা প্রিয়মকে সঙ্গে নিয়েই কাটে তার সংসার। মাঝে মধ্যে সময় পেলে সন্তানদের নিয়ে শহরের কোলাহল ছেড়ে পাড়ি দেন বিভিন্ন জায়গায়। 

এদিকে পরীর হাতে মেহেদির দাগ এখনো পুরোপুরি ওঠেনি। এরই মধ্যে ছেলে রাজ্যকে নিয়ে আবার বরিশাল পাড়ি দিয়েছেন এই অভিনেত্রী। গেলো ঈদেও ছেলে পূণ্যকে নিয়ে বরিশালে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এসেছেন পরীমনি।  

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেন পরী। দেখা যায়, ছেলে পূণ্য ও হাতে একটি ক্যামেরা নিয়েই সবুজের রাজ্যে ডুব দিয়েছেন চিত্রনায়িকা। চারিদিকে দেখা যাচ্ছে শুধু গাছপালা ও গুল্ম। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায়, সবুজের বেড়ায়; নীল আকাশের নিচে ছেলে পূণ্যকে নিয়ে পরীর আনন্দ উচ্ছ্বাস ছিলো যেন দেখার মতো। এতে নেটমাধ্যমে পরীর অনুরাগীরাও বেশ মুগ্ধ। 

ছবিতে দেখা যায়, এ সময় পরীমনির পরনে ক্রিম রঙয়ের টি শার্ট ও সবুজ ট্রাউজার। পূণ্যর গায়ে নীল শার্ট। ছেলেকে কাঁধে তুলে আঁকড়ে ধরে আছেন পরী। সবুজ প্রকৃতিকে উপভোগ করার এক মুহূর্তে মিষ্টি হাসি দেখিয়ে ক্যামেরায় পোজ দেয় পরীমনি ও পূণ্য। মা-ছেলের এমন অসাধারণ হাসি দেখে রীতিমতো হৃদয় ছুঁয়ে যায় ভক্তদের।

সম্প্রতি শোবিজের বাইরে সম্প্রতি ফের আলোচনায় এসেছেন পরীমনি। কারণ, তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে চাকরি হারাতে বসেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন। এমন খবরের পর সাকলায়েনের সঙ্গে তার সম্পর্ক স্পষ্ট না করলেও ওই পুলিশ কর্মকর্তার পাশে দাঁড়িয়েছেন নায়িকা। এর পর থেকেই পরী-সাকলায়েন ইস্যু নিয়ে সরগরম সামাজিক মাধ্যম।

এরই মধ্যে বুধবার (২৬ জুন) সকালে ছেলে পূণ্যকে নিয়ে নিজ শহর বরিশালের পথে উড়াল দেন পরী। বরিশাল বিমানবন্দর থেকে পূণ্যকে কোলে নিয়ে ছবি তুলে তা পোস্ট করেন সামাজিক মাধ্যমে। যদিও পরীমণির এই বরিশাল সফরে সমসাময়িক ইস্যুর কোনো প্রভাব পড়তে দেখা যায়নি।

বিভি/এসকে/পিএইচ

মন্তব্য করুন: