খালেদা জিয়াকে হত্যা চেষ্টা মামলা, যা বললেন জায়েদ খান ও জয়

খালেদা জিয়াকে হত্যা চেষ্টা মামলা
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে ২০১৫ সালের ২০ এপ্রিল হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেমসহ ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
২৫ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে মামলাটি দায়ের করেন ব্যান্ড শিল্পী আসিপ ইমাম। বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছে আদালত।
এই মামলার বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে জায়েদ খান বাংলাভিশনকে বলেন, আমি একজন শিল্পী, দেশের মানুষের জন্য অভিনয় করি সেখানে আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে সেটা দুঃখজনক।
মামলা নিয়ে শাহরিয়ার নাজিম জয় বলেন, এটা একেবারেই কাম্য নয়। একজন শিল্পী এমন ঘটনায় যুক্ত হতে পারে এটা কি বিশ্বাস যোগ্য? আমার বিরুদ্ধে এমন মিথ্যা মামলায় আমি অপমান বোধ করছি।
সাজু খাদেমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। এদিকে অনেক নেটিজেনের দাবি, শিল্পী বা তারকাদের নামে অকারণে বা যদি মিথ্যা মামলা দেয়া হয় তাহলে মামলার বিষয়বস্তু হালকা হয়ে যায়। সেই সঙ্গে এটি নেতিবাচক প্রভাব সৃষ্টি করে জনমনে।
বিভি/জোহা
মন্তব্য করুন: