• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রথমবার ‘মিস গ্লোব ইন্টারন্যাশনাল’ মঞ্চে বাংলাদেশের দিমা

প্রকাশিত: ১৩:৩৩, ২৪ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
প্রথমবার ‘মিস গ্লোব ইন্টারন্যাশনাল’ মঞ্চে বাংলাদেশের দিমা

ফাহমিদা সুলতানা দিমা

‘মিস গ্লোব ইন্টারন্যাশনাল ২০২৪’-এ  প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ফাহমিদা সুলতানা দিমা। আলবেনিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশসহ প্রায় ৬০টি দেশের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন।

২৫ বছর বয়সী ফাহমিদা সুলতানা দিমা একজন প্রতিভাবান মডেল এবং বর্তমানে জার্মানিতে জীববিদ্যায় মাস্টার্স করছেন। পড়াশোনার পাশাপাশি সৌন্দর্য প্রতিযোগিতা তার একটি শখ, যা তাকে ইতোমধ্যে আন্তর্জাতিক মঞ্চে উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছে। ২০২২ সালে মিস অরা ইন্টেলিজেন্স শিরোপা জয়ের পর এবার তিনি মিস গ্লোব বাংলাদেশ ২০২৪-এর তাজধারী হয়ে দেশের প্রতিনিধিত্ব করতে চলেছেন।

আগামী ২৫ সেপ্টেম্বর দিমা আলবেনিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেখানে পৌঁছানোর পর প্রায় তিন সপ্তাহ ধরে বিভিন্ন ছোট ছোট প্রতিযোগিতয় কার্যক্রমে অংশ নেবেন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর, যা মিস গ্লোব সংস্থার ২১তম বার্ষিকী উদযাপনকেও চিহ্নিত করবে।

দিমার এই যাত্রার জন্য তার জাতীয় পোশাকটি বিশেষভাবে ডিজাইন করেছেন জাহা আপসারা, যিনি প্যারিসে বসবাসরত একজন প্রখ্যাত বাংলাদেশি ডিজাইনার। এছাড়া, পুরো প্রতিযোগিতার জন্য দিমা প্রশিক্ষণ নিচ্ছেন কুইন্স ক্যাম্প থেকে, যেখানে তাকে পাসারেলা (র‍্যাম্পে হাঁটা) এবং অন্যান্য দক্ষতা শিখিয়ে প্রস্তুত করা হচ্ছে, যাতে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে সফলভাবে উপস্থাপন করতে পারেন।

এ নিয়ে দিমা বাংলাভিশনকে বলেন, ‘আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম একদিন আন্তর্জাতিক কোনো মঞ্চে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করব। সেই লক্ষে কাজ করে যাচ্ছি, পড়াশোনার পাশাপাশি বিউটি পেজেন্ট আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করতে চাই।’ 

উল্লেখ্য, বাংলাদেশ এবারই প্রথম ‘মিস গ্লোব ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।  

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2