সাড়া ফেলেছে মিউজিক ভিডিও ‘তোমাকে চাই ২.০’

আফিয়া রোজা ও নিপুন রায়
‘প্রেমের কারণে, মায়ার বাঁধনে বাঁধা পড়েছি তাই- চোখের ভাষা-তে, কাছে আসা-তে লাজে মরে যাই, তোমাকে চাই, তোমাকে চাই’। এমন মিষ্টি কথামালা নিয়ে তৈরি হয়েছে নতুন গান ‘তোমাকে চাই ২.০’।
‘তোমাকে চাই ২.০’ গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করছেন রাকিব মুসাব্বির। গানে কণ্ঠ দিয়েছেন রাজিব ও ঝিলিক। আহমেদ ইমতিয়াজ বুবুলের ‘তোমাকে চাই’ থেকে নেয়া হয়েছে গানের হোক লাইনটি।
গানে মডেল হয়েছেন এ প্রজন্মের অন্যতম অভিনেত্রী আফিয়া রোজা। তার বিপরীতে আছেন আরেক মডেল নিপুন রাজ। ‘তোমাকে চাই ২.০’র মিউজিক ভিডিও নির্মাণ করছেন সৌমিত্র ঘোষ ইমন।
গানটি প্রসঙ্গে আফিয়া রোজা বাংলাভিশনকে বলেন, ‘তোমাকে চাই ২.০’ গানের কথা খুবই চমৎকার। আর সুন্দর লোকেশনে হয়েছে দৃশ্যধারণ। সব মিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে। আর গানটি মুক্তির পর দর্শক-শ্রোতাদের ব্যাপাক সাড়া পাচ্ছি।
অনুপম মিউজিকের ইউটিব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। মুক্তি এক সপ্তাহের মধ্যে গানটি প্রায় ২ লাখ দর্শক দেখেছে।
প্রসঙ্গত, এ বছরের শুরুতে রোজা অভিনীত 'ওয়েলকাম হ্যাপি নিউ ইয়ার', 'ও রসিয়া বন্ধু', 'মন ছুঁয়ে বলো' গানগুলো দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। বাংলা ছাড়াও বেশ কয়েকটি হিন্দি গানের মডেল হয়েছেন তিনি। চুক্তিবদ্ধ হয়েছেন দুইটি সিনেমাতেও।
বিভি/জোহা
মন্তব্য করুন: