• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নায়িকাদের স্টাইলের নেপথ্যে মাহফুজ কাদরী

প্রকাশিত: ২৩:২৩, ২৬ অক্টোবর ২০২৪

আপডেট: ২৩:২৪, ২৬ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
নায়িকাদের স্টাইলের নেপথ্যে মাহফুজ কাদরী

অপু বিশ্বাস ও পূজার চেরীর সঙ্গে ছবিতে মাহফুজ কাদরী

কখনও অপু বিশ্বাস,কখনও বুবলী কিংবা কখনও মাহিয়া মাহি বা পূজা চেরী, দেশের বড় তারকাদের নতুন নতুন স্টাইলে সাজিয়ে চমক দিচ্ছেন কোরিওগ্রাফার, স্টাইলিষ্ট ও মেকাপ আর্টিস্ট মাহফুজ কাদরী। 

মাহফুজ কাদরী ক্যারিয়ারের শুরুটা ছিল একজন নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক হিসাবে। ছোটবেলা থেকেই নৃত্যচর্চায় অনেক বেশি আগ্রহী ছিল তিনি, পাশাপাশি সাজসজ্জা এবং পোশাকের স্টাই্লের প্রতি প্রচন্ড আগ্রহ ছিল। যার সঙ্গেই দেখা হতো তাকেই জোর করে সাজিয়ে দিতেন কিংবা তার চুলের স্টাইলটা পরিবর্তন করে দিতেন। ছোট বেলার সেই  পছন্দের কাজটি আজ তাকে করে তুলেছেন অনন্য। 

নিজের সম্পর্কে বলতে গিয়ে কাদরী বলেন, ‘২০১৫ সালে জনপ্রিয় নৃত্যগুরু শিবলি মোহাম্মদের কাছে কত্থক নাচের তালিম নেয়া শুরু করি। তার পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয়ে আইটি বিষয়ে বিএসসি-তে অধ্যয়ন করি। ২০১৬ সালে এম আর ওয়াসেক ও ফারহানা চৌধুরী বেবী কাছে সৃজনশীল ও লোক নৃত্যের তালিম নেয়া শুরু করি। পাশাপাশি পোশাকের উপর বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে সেটা নাচের কোরিওগ্রাফিতে সংযুক্ত করতে শুরু করি।’

২০১৮ সালে কাদরী ডান্স গ্রুপ নামে একটা নাচের দল শুরু করেন তিনি। ২০২০ সালে একটা বিউটি সেলুনে মাহিয়া মাহি ও পূজা চেরীর সঙ্গে দেখা হয়ে যায়। মাহফুজ কাদরীর ‘সেলিব্রিটি স্টাইলিস্ট’ হিসেবে পথচলার সেখান থেকেই শুরু।

প্রথম কাজ হিসেবে ছিল বিয়েতে মাহিয়া মাহির স্টাইলিং করানো। এরপর পূজা চেরীর দুটি লুকে ব্রাইডাল ফটোশুটে স্টাইলিং আর কোরিওগ্রাফির দায়িত্ব নেন। একটি ম্যাগাজিনের জন্য শবনম বুবলীর তিনটি লুকের স্টাইলিং করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মাহফুজ কাদরীকে। দেশের অনেক জনপ্রিয় নায়িকা ও মডেলদের স্টাইল করে দিয়েছেন তিনি। এরপর স্টাইলিং-এর জন্য একের পর এক জনপ্রিয় নায়িকাদের তরফ থেকে ডাক আসতে থাকে। কাজের তালিকা বাড়তে থাকে। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2