শাকিব খানের ‘দরদ’ সিনেমার গানে নকলের অভিযোগ

সম্প্রতি দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ছে শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। এই সিনেমায় ঢাকাই সিনেমার এই সুপারস্টারের বিপরীতে অভিনয় করেছেন বলিউড নায়িকা সোনাল চৌহান। ইতোমধ্যে সিনেমার গানগুলো মন কেড়েছে শ্রোতাদের। আর এরই মাঝে এলো ‘দরদ’র ‘ওরে পাগল মন’ গানে নকলের অভিযোগ।
‘দরদ’ সিনেমায় সঙ্গীতশিল্পী নোবেলের গাওয়া ‘ওরে পাগল মন’ শিরোনামের গানটির বেজ লাইনে শোনা যায়, ওরে পাগল মন, দুই পাগলে হয় যে রে মিলন। অন্যদিকে ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘কালাচান’ গানের বেজ লাইনে শোনা যায়, ওরে কালাচান তোমার লাগি মন করে আনচান। তবে দুইটি গানের কথা আলাদা হলেও সুরে রয়েছে হুবহু মিল।
এ নিয়ে কালাচান গানের কম্পোজার এফ এ প্রীতম বাংলাভিশনকে বলেন, ‘অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমার গানটির একটি অংশের সুর ‘কালাচান’ গান থেকে নেয়া হয়েছে। আর সেক্ষেত্রে আমার বা ‘কালাচান’ গানটির মিউজিক কোম্পানি বার্নাবি রেকর্ডস'র থেকে কোনো অনুমতি নেয়া হয়নি।’
এদিকে ‘ওরে পাগল মন’ গানে নকলের অভিযোগ নিয়ে জানতে চাইলে পরিচালক অনন্য মামুন বিষয়টিকে খুব একটা আমলে না নিয়ে বলেন, ‘আমি এমন অভিযোগ কখনও শুনি নাই। আর এই গানের সঙ্গে কালাচান গানের কোথাও মিল আছে বলে আমার মনে হয় না।’
‘কালাচান’ গানটি মুক্তি পায় বার্নাবি রেকর্ডস নামে প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলে। গানটি গেয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় গায়িকা তসিবা বেগম। গানটি মুক্তির পর ভারত-বাংলাদেশ দুই দেশেই ব্যাপক ভাবে ভাইরাল হয়।
বিভি/জোহা
মন্তব্য করুন: