• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মঞ্চায়ন হলো ‘দ্য ম্যান আউট সাইড’র উদ্বোধনী শো

প্রকাশিত: ২০:০১, ১৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২০:৪৫, ১৯ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
মঞ্চায়ন হলো ‘দ্য ম্যান আউট সাইড’র উদ্বোধনী শো

ছবি- হাসনাত জোবায়ের

বিশ্বযুদ্ধ আজ আর নেই কিন্তু যুদ্ধ ছড়িয়েছে সমস্ত বিশ্বে। আর সে কারণে মহড়াকক্ষ থেকে ভেসে আসছে নাটকীয়  সংলাপ,‘আজকে আমরা মৃত মানুষের লিস্ট করা নিয়ে ব্যস্ত। একটু আগেও নড়াচড়া মানুষগুলো এখন কত শান্ত, নিশ্চুপ, মৃত। দিনে দিনে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। অথচ ব্যাপারটা নিয়ে কেউ  ভাবছে না, কন্ঠ নিস্তব্ধ। আমরা সবাই কেমন যেন চুপ হয়ে যাচ্ছি’।

নাটকের অন্তিম মুহুর্তে কেন্দ্রীয় চরিত্র যুদ্ধ ফেরত সৈনিক বেকমানের আত্মচিৎকার, ‘সবাই  হঠাৎ চুপ হয়ে গেলেন কেন! কোথাও কি কোন উত্তর নেই।’ প্রশ্ন করে উত্তর খোঁজা যুদ্ধবিরোধী নাটক দ্য ম্যান আউট সাইড নিয়ে মঞ্চে এসেছে তারুণ্য নির্ভর নাট্যদল এক্টোম্যানিয়া। জার্মান নাট্যকার উলফ গ্যাং বেরেচার্ট রচিত,  মামুন হক অনুদিত নাটকটির নির্দেশনা দিয়েছেন তালহা জুবায়ের। নাটকটির উদ্বোধনী শো মঞ্চায়ন হয় বুধবার (১৮ নভেম্বর) মহিলা সমিতির ড.নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। 

নাটকটি নিয়ে তালহা জুবায়ের বলেন, ‘দ্য ম্যান আউট সাইড’ নাটকটির কাহিনী গড়ে উঠেছে এক যুদ্ধ ফেরত সৈনিকের দৃষ্টিকোন থেকে, যে যুদ্ধের ময়দানে  দেখেছে বিভীষিকা আর দেশে ফিরে দেখেছে স্বদেশের অসহায়ত্ব। ফলে উভয় ক্ষেত্রে সে দ্য ম্যান আউট সাইড হয়ে রয়েছে যেন যুদ্ধের ক্ষতচিহ্ন হয়ে প্রজন্ম থেকে প্রজন্মে। যুদ্ধের জীবন এবং আত্মপোলব্ধির যুদ্ধবিমুখতার টানাপোড়েনের নাটক ‘দ্য ম্যান আউট সাইড’। 'জার্মান জাতি দুই দুটো বিশ্বযুদ্ধ স্বচক্ষে দেখেছে। ফলে জার্মান নাট্যকার তার নাটকে যেভাবে যুদ্ধের অন্তঃসার শূন্যতা ফোটাতে পেরেছেন সেখান থেকেই আমার প্রবল আগ্রহ এবং পরিশ্রমের ফসল এই অনুবাদ সম্পন্ন করা।' 

নির্দেশক আরও বলেন, 'আমরা কেউ ই যুদ্ধ চাই না তা সত্ত্বে যুদ্ধ আমাদের উপর চেপে বসে। কিন্তু যুদ্ধ যে শেষ পর্যন্ত মানবতাকে নিষ্পেষণ করে, সভ্যতার গতি প্রবাহকে ব্যহত করে, মনুষ্যত্বকে অবরুদ্ধ করে সেটা যেমন দেখা এবং দেখানো আমাদের ইচ্ছা,  পাশাপাশি যুদ্ধমুক্ত একটা ধরিত্রী গড়ে তোলার প্রত্যাশায় আমাদের এই নাটকের নির্মাণ। এক ঝাঁক তরুণ কিন্তু চৌকষ অভিনেতা-অভিনেত্রীর সর্বোচ্চ প্রচেষ্টার ফসল আজকের উদ্বোধনী মঞ্চায়ন।'

নাটকটিতে  অভিনয় করছেন সায়েম সিজান, নওরীন সাজ্জাদ, ফকির বিপ্লব, কামরুজ্জামান তাপু, সাগর বড়ুয়া, অর্ঘমিত্র তরফদার, মার্শিয়া শাওন, নাবিলা আশেক, মার্টিন সাহা, মারজুক হাসান, পারিশা মেহজাবিন, জেরিন স্বপ্না, মঈনুল বাপ্পি, আসিল আমিন,তরু শাহরিয়ার প্রমুখ

বিভি/জোহা/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2