বিকিনি পড়ায় নিষিদ্ধ গিটারিস্ট নিশাত আনজুম

বাংলাদেশের প্রথম নারী হেভি মেটাল গিটারিস্ট নিশাত আনজুমের জীবন সঙ্গীতের তালে নাচতে নাচতে হঠাৎ করেই বাস্তবতার জটিলতার মধ্যে আটকে পড়েছে। তার সদ্য মুক্তিপ্রাপ্ত অ্যালবাম "বয়কট" মুক্তির আনন্দ এখন আর তার কাছে নেই। কারণ, নিজের পরিবারের কাছ থেকেই তাকে বয়কটের মুখোমুখি হতে হচ্ছে।
থাইল্যান্ডে বিকিনি পরে ছবি পোস্ট করায় নিশাতকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তুমুল বিতর্কের সূত্রপাত হয়। একদিকে যেমন তার সৌন্দর্যের প্রশংসা হচ্ছে, অন্যদিকে তার পোশাক ও ছবি নিয়েও তীব্র সমালোচনা চলছে।
এই ঘটনা শুধু নিশাতের ব্যক্তিগত জীবনকেই প্রভাবিত করেনি, তার সঙ্গীত কেরিয়ারেও এর প্রভাব পড়েছে। পারিবারিক জটিলতার কারণে তিনি তার নতুন অ্যালবামের প্রচারণায় অংশ নিতে পারছেন না।
বিভি/ এসআই
মন্তব্য করুন: