নতুন করে প্রেমে হাবুডুবু খাচ্ছেন ডিজে সনিকা!

ডিজে সনিকা
দেশের সফলতম নারী ডিজে সনিকা। মিউজিকের বাইরে ব্যতিক্রম ফ্যাশনের কারণেও প্রায় আসেন খবরের শিরোনামে। প্রেম-বিয়ে নিয়েও এসেছেন আলোচনায়। নতুন খবর হলো, আবারও প্রেমে পড়েছেন এই নারী ডিজে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ছিল টেলিভিশন বিনোদন সাংবাদিকদের সংগঠন ‘টেজাব’র গালা নাইট পার্টি। এদিন উপস্থিত ছিলেন ডিজে সনিকা। সেসময় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান নতুন প্রেমের কথা।
তিনি বলেন, আমি আমার সেই কাঙ্খিত মানুষটাকে খোঁজে পেয়েছি, তাই আবারও প্রেমে পড়েছি। সে আমাকে এতো ভালোবাসা দিচ্ছে, আমি তাই তার প্রেমে হাবুডুবু খাচ্ছি।
বিভি/জোহা
মন্তব্য করুন: