• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৫: বিজয়ী যারা

প্রকাশিত: ১৪:৫৫, ৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:১৯, ৩ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৫: বিজয়ী যারা

ছবি: গ্র্যামি অ্যাওয়ার্ড হাতে সঙ্গীতশিল্পী বিয়ন্সে

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হয়ে গেল ৬৭তম গ্র্যামি অ্যাওয়াড অনুষ্ঠান। রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে অত্যন্ত জাকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয় আমেরিকার সবচেয়ে সম্মানজনক এই সঙ্গীত পুরস্কার। ‘কাউবয় কার্টার’ অ্যালব্যামের জন্য ২০২৫ বর্ষসেরা পুরস্কার জিতে নেন সঙ্গীতশিল্পী বিয়ন্সে।

বিভিন্ন ক্যাটাগরিতে ৯০টিরও বেশি পুরস্কার দেয়া হয়েছে এই অনুষ্ঠানে।

অ্যালবাম অব দ্য ইয়ার ক্যাটাগরিতে মনোনীতরা হলেন, আন্দ্রে লরেন বেঞ্জামিন। যিনি আন্দ্রে ৩০০০ নামে পরিচিত। তার (নিউ ব্লু সান) অ্যালবামের জন্য মনোনয়ন পান আন্দ্রে।

এছাড়া (শর্ট এন' সুইট) অ্যালবামের জন্য সাব্রিনা কার্পেন্টার, (দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট) অ্যালবামের জন্য টেইলর সুইফট মনোনয়ন পান। এছাড়াও এই বিভাগে অন্য মনোনীতরা হলেন চার্লি এক্সসিএক্স, জ্যাকব কোলিয়ার, চ্যাপেল রোয়ান, ও বিলি আইলিশ।  

বছরের রেকর্ড ক্যাটাগরিতে জয় পেয়েছে কেন্ড্রিক লামারের (নট লাইক আস) অ্যালবামটি। এ বিভাগে মনোনীতদের মধ্যে ছিলেন দ্য বিটলস এর (নাউ অ্যান্ড দ্যান) , বিয়ন্সের (টেক্সাস হোল্ড’এম’),  বিলি আইলিশের (বার্ডস অফ আ ফেদার)।

বছরের সেরা গান ক্যাটাগরিতে কেন্ড্রিক লামারের (নট লাইক আস) গানটি এবারের গ্র্যামি অ্যাওয়ার্ড-এ বছরের সেরা গান বিবেচিত হয়েছে। এই ক্যাটাগরিতে আরও ছিলেন বিলি আইলিশ (বার্ডস অফ আ ফেদার), লেডি গাগা এবং ব্রুনো মার্স (ডাই উইথ আ স্মাইল), চ্যাপেল রোয়ান - (গুড লাক, বেব), সাবরিনা কার্পেন্টার (প্লিজ প্লিজ প্লিজ), বিয়ন্সের (টেক্সাস হোল্ড ‘এম)।
 
এছাড়া সেরা নতুন শিল্পী বিভাগে জয় পেয়েছেন চ্যাপেল রোয়ান।

সেরা পপ সোলো পারফর্মেন্স জিতেছে সাবরিনা কার্পেন্টারের ‘এসপ্রেসো’।

সেরা র‍্যাপ অ্যালবাম হয়েছে দোয়েচির (অ্যালিগেটর বাইটস নেভার হিল) ও

সেরা রক অ্যালবাম দ্য রোলিং স্টোনস  এর (হ্যাকনি ডায়মন্ডস)। 
 
গ্র্যামি পুরস্কার (বা গ্র্যামি আওয়ার্ড) হলো মার্কিন দ্য রেকর্ডিং অ্যাকাডেমি প্রবর্তিত বার্ষিক পুরস্কার যা সঙ্গীত শিল্পে অসাধারণ অবদানের জন্য দেয়া হয়। ১৯৫৮ সাল থেকে এই পুরস্কার দেয়া হচ্ছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2