জুনিয়র চাষীর সঙ্গে সময় কাটছে ‘হাবু ভাই’র

চাষী আলম ও তার ছেলে
‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই নামে বেশ পরিচিত এই অভিনেতা চাষী আলম। প্রায় ৬ মাস হয়েছেন পুত্রসন্তানের জনক। প্রায় সামাজিক মাধ্যমে ছেলের সঙ্গে দেখা যায় তাকে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেন চাষী আলম। যেখানে ছেলের সঙ্গে কালো পাঞ্জাবিতে ধরা দেন এই অভিনেতা। আর ছবির ক্যাপশনে লেখেন, জুনিয়র চাষী নূর ফারিস্তা রাশান।
চাষী ২০২৩ সালের ২৫ আগস্ট ঢাকার মেয়ে তুলতুলের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন।
চাষী আলমের অভিনয় ক্যারিয়ার দীর্ঘ হলেও সফলতার মুখ দেখেন অনেকটা পরেই, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে তিনি এখন সবার পরিচিত ‘হাবু ভাই’। এছাড়াও মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করেও আলোচনায় এসেছেন তিনি।
বিভি/জোহা
মন্তব্য করুন: