ক্যাপ্টেন আমেরিকা মুক্তির আগে হঠাৎ মার্ভেল ইউনিভার্সে শাহরুখ!

শাহরুখ খান। ফাইল ছবি
রাত পোহালেই মুক্তি পাবে মার্ভেলের ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমা। এই সিনেমা মুক্তির আগেই বলিউড থেকে হলিউডে দেখা গেল কিং খান খ্যাত শাহরুখ খানকে। ৫৯-এ পা দিয়েই শাহরুখ ম্যাজিক এখনও অক্ষুন্ন। বলিউডের পাঠান তিনি, বলিউডের জওয়ানও তিনি। আর এবার বলিউড থেকে সোজা হলিউডে চললেন শাহরুখ।
হলিউডের বিখ্যাত অভিনেতা অ্যান্থনি ম্যাকি তথা ক্যাপ্টেন আমেরিকা জানিয়েছেন এমনটাই। আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে মার্ভেলের ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। ছবিতে ‘স্যাম উইলসন’ ওরফে ‘ক্যাপ্টেন আমেরিকা’র ভূমিকায় অভিনয় করেছেন অ্যান্থনি ম্যাকি। এই ছবির প্রচারেই এখন ব্যস্ত অ্যান্থনি। সেই প্রচারের ফাঁকেই সংবাদমাধ্যমে হলিউড অভিনেতা জানান, বলিউড থেকে যদি অ্যাভেঞ্জার্স দলের কেউ সদস্য হতে পারে, তো তাহলে সে হলেন শাহরুখ খান।
হলিউড অভিনেতার কথায়, শাহরুখের মধ্যে রয়েছে সেই পাওয়ার প্যাকড লুক। যিনি অ্যাকশনেও, রোম্যান্সেও এক নম্বর। আমাদের দলে তো এমন হিরোই দরকার। তাই যদি বলিউড থেকে কেউ এন্ট্রি পায়, তাহলে শাহরুখকেই চাই।
অভিনেতা অ্যান্থনির এই সাক্ষাৎকারের ভিডিওই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। যা দেখে শাহরুখভক্তরা উচ্ছ্বসিত। অ্যাভেঞ্জার্সের দলে শাহরুখকে দেখতে অধীর আগ্রহে তার অনুরাগীরা। তবে এই নিয়ে শাহরুখ এখনও পর্যন্ত কোনও মন্তব্য দেননি। সূত্র: টিভি নাইন
বিভি/এজেড
মন্তব্য করুন: