• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পবিত্র শব-ই-বরাত উপলক্ষ্যে বাংলাভিশনের বিশেষ অনুষ্ঠান ‘মুক্তির রাত’

প্রকাশিত: ১৮:৫৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৫৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
পবিত্র শব-ই-বরাত উপলক্ষ্যে বাংলাভিশনের বিশেষ অনুষ্ঠান ‘মুক্তির রাত’

পবিত্র শব-ই-বরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস। শবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়। পবিত্র শব-ই-বরাত উপলক্ষ্যে বাংলাভিশনে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তির রাত’। 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মুফতি মাওলানা ওসমান গণি সালেহী, মুহাদ্দিস, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা, ঢাকা। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. আবদুল কাদির, চেয়ারম্যান, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন, অধ্যক্ষ, দারুল উলূম আহসানিয়া কামিল মাদরাসা, ঢাকা।

অনুষ্ঠানে অতিথিরা পবিত্র শব-ই-বরাতের পটভূমি, তাৎপর্য ও শিক্ষা নিয়ে আলোচনা করেছেন। 

অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার বিকাল ৫টা ১৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সালাম পাঠান রাসেল।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2