ভালোবাসা দিবসের নতুন গান ‘শীতের সকাল’

‘শীতের সকাল’ গানের পোস্টার
এবারের ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ হয়েছে বেশ কিছু নতুন গান। এগুলোর মধ্যে অন্যতম হলো শীতের সকাল। শিল্পী রাকিব ও অবন্তী সিঁথির গাওয়া ‘শীতের সকাল’ গানটি জায়গা করে নিয়েছে দর্শক মনে। আর রোমান্টিক এই গানে মডেল হয়েছেন আফিয়া রোজা ও হিমেল।
গানটি প্রসঙ্গে আফিয়া রোজা বাংলাভিশনকে বলেন, ‘শীতের সকাল’ গানের কথা খুবই চমৎকার। গ্রামবাংলার অসাধারণ কিছুচ লোকেশনে হয়েছে দৃশ্যধারণ। সব মিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে। ভালোবাসা দিবসে এই গানটি শ্রোতাদের মনে আনন্দ বয়ে আনবে বলে আশাকরি।
‘শীতের সকাল’ সকাল গানটির কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শারাফ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন রেজুয়ান শেখ। আর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
বিভি/জোহা
মন্তব্য করুন: