• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভাঙলো হৃদয় খানের তৃতীয় সংসারও

প্রকাশিত: ১৭:২৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৩২, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
ভাঙলো হৃদয় খানের তৃতীয় সংসারও

ছবি: সংগৃহীত

গান দিয়ে আগের মতো আলোচনায় নেই সংগীতশিল্পী হৃদয় খান। তবে সংসার জীবন নিয়ে আছেন খবরের শিরোনামে। দাম্পত্য জীবনে আবারও ছন্দপতন হয়েছে হৃদয় খানের। তৃতীয়বারের মতো ভেঙেছে তার সংসার। শিল্পীর পারিবারিক একটি সূত্র গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে।

হৃদয় খানের প্রথম স্ত্রীর নাম পূর্ণিমা আকতার। মিডিয়াতে পা দেওয়ার পরপরই যাকে তিনি বিয়ে করেন। এরপর তিনি প্রেমের সম্পর্কে জড়ান মডেল ও অভিনেত্রী সুজানা জাফরের সঙ্গে। ২০১৫ সালের ১ আগস্ট বিয়ে করেন তাকে। বছর পার না হতেই ২০১৬ সালের ৬ এপ্রিল বিচ্ছেদ হয়ে যায় তাদের।

সুজানার সঙ্গে ডিভোর্সের কিছুদিন পরই ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান। এবার জানা গেলো, ভেঙে গেছে হৃদয় ও হুমায়রার সংসারও। 

হৃদয় খানের এক পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানায় এই শিল্পীর আচরণ ও জীবনযাপন নিয়ে অসুন্তষ্টির অভিযোগ তুলে তাকে ডিভোর্স দিয়েছেন হুমায়রা নিজেই। 

এ বিষয়ে শিল্পীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2