• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অবশেষে হেনার খোঁজ পেলেন বকুল 

প্রকাশিত: ১৮:৫৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৯:০৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
অবশেষে হেনার খোঁজ পেলেন বকুল 

ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমার একটি সংলাপ ‘চাচা, হেনা কোথায়?’। এই সংলাপের সঙ্গে মিলিয়ে অনেক নেটিজেন করছেন হাস্যরস। চলচ্চিত্র হেনা চরিত্রে অভিনয় অভিনয় করেছেন শাবনাজ। বকুল চরিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ।

তারকা দম্পতি নাঈম ও শাবনাজ ‘অবশেষে হেনার খোঁজ মিলল’ শিরোনামে একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন। ফেসবুকে পোস্ট করা এই ভিডিওতে দেখা গেছে, একটি গাড়িতে চেপে এসে বাপ্পারাজ নাঈমকে জিজ্ঞাসা করেছেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’ তখন নাঈম বাপ্পারাজকে বলেন, ‘বাপ্পা তুই অনেক দেরি করে ফেলেছিস। আমার সাথে হেনার অনেক আগেই বিয়ে হয়ে গেছে।’ এরপর ‘না’ বলে চিৎকার দিয়ে নাঈমকে জড়িয়ে ধরে বাপ্পারাজ বলতে থাকেন, ‘আমি বিশ্বাস করি না।’

এরপর কয়েকজন ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি পরিবেশন করেন। সামনে দিয়ে হেনাকে (শাবনাজ) হেঁটে যেতে দেখা যায়।

২৯ বছর আগে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ ছবির পরিচালক ইফতেখার জাহান। আর দেলোয়ার জাহান ঝন্টু করেছেন ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য।

ভিডিওটি দেখতে লিংকে ক্লিক করুন...

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2