• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ডিভোর্সের পরেও প্রাক্তন স্ত্রীর পাশে দাঁড়ালেন এ আর রহমান

প্রকাশিত: ১৫:১০, ২১ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
ডিভোর্সের পরেও প্রাক্তন স্ত্রীর পাশে দাঁড়ালেন এ আর রহমান

এ আর রহমান ও সায়রা বানু

বিচ্ছেদ মানে যে কাদা ছোড়াছুড়ি, মুখ দেখাদেখি বন্ধ নয়, সেটাই যেন প্রমাণ করলেন এআর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। গত বছর শেষ দিকে রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন সায়রা। এরপর থেকে মি রহমানকে নিয়ে নানা গুঞ্জন ছড়ায়, শোনা যায় তার ট্রুপের বেসিস্টের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন তিনি। 

সেই সময় স্বামীর হয়ে কথা বলেন সায়রা। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘সমস্ত ইউটিউবার ও সংবাদমাধ্যমের কর্মীদের অনুরোধ করছি, রহমানের নামে কোনও খারাপ কথা বলবেন না। তার কোনও দোষ নেই। তার মতো মানুষ হয় না। আমার দেখা সেরা মানুষ।’ এ বার গুরুতর অসুস্থ সায়রা পাশে পেলেন সেই রহমানকেই। আর তাই কৃতজ্ঞতা জানিয়ে লিখলেন স্ত্রী। 

সায়রা ও রহমানের আইনি বিচ্ছেদে সাহায্য করছেন আইনজীবী বন্দনা শাহ। এই মুহূর্তে ভারতের বাইরে রয়েছেন সায়রা। কিন্তু রহমান পত্নীর তরফ থেকে বিবৃতি দিয়ে বন্দনা লেখেন, ‘কিছু দিন আগেই অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে সায়রা রহমানকে। এক জটিল অস্ত্রোপচারও হয়েছে তার। এমন এক কঠিন সময়ে দ্রুত সেরে ওঠাই তার একমাত্র লক্ষ্য।’ 

রহমানের প্রাক্তন স্ত্রীর সঙ্গে অস্কারজয়ী রসুল পুকুট্টি এবং তার স্ত্রী শাহিদারও সুসম্পর্ক রয়েছে। ওই বিবৃতিতে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে লেখেন, ‘লস অ্যাঞ্জেলেসের বন্ধু রসুল পুকুট্টি, শাহিদা, আইনজীবী বন্দনা শাহ এবং অবশ্যই এআর রহমানকে অসংখ্য ধন্যবাদ আমার এই কঠিন সময়ে পাশে থাকার জন্য।’

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2