কাব্য কুহুকের ‘একটি বাংলাদেশ’ মঞ্চস্থ

ছবি: বাংলাদেশ শিল্পকাল একাডেমিতে কাব্য কুহুকের ‘একটি বাংলাদেশ’ মঞ্চস্থ হয়েছে
সাহিত্য ও সংস্কৃতির সমৃদ্ধির লক্ষ্যে আবৃত্তি সংগঠন কাব্য কুহুক এর পরিবেশনায় ‘একটি বাংলাদেশ’ শিরোনামে আবৃত্তি প্রযোজনা মঞ্চায়ন হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এই আবৃত্তি প্রযোজনা আয়োজন করা হয়। উক্ত আয়োজন গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন আবৃত্তি শিল্পী ও সংবাদ উপস্থাপক ফারহানা তৃনা। পরিবেশনায় ছিলেন কাব্যকুহুকের সদস্যবৃন্দ।
জানা যায়, ‘একটি বাংলাদেশ’ আবৃত্তি প্রযোজনায় ৫২’র ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২৪ এর জুলাই আন্দোলনের চিত্র ফুটে উঠেছে। এই প্রযোজনায় নতুন প্রজন্মের আবৃত্তিশিল্পীরা তাদের প্রতিভার প্রকাশ ঘটিয়েছেন অনন্য পরিবেশনার মধ্য দিয়ে। এই আয়োজনে বিশিষ্ট আবৃত্তিশিল্পী মাসকুর-ই-সাত্তার কল্লোল, দেওয়ান সাইদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
কাব্য কুহুক’র সভাপতি ফারহানা তৃনা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি এবং বাংলাদেশ সবার জন্য নিরাপদ বাসভূমি হবে।আবৃত্তির মাধ্যমে এই বার্তাটি আমরা উপস্থাপনার চেষ্টা করেছি। দেশের শান্তি সম্প্রীতি ঐক্য প্রতিষ্ঠায় সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং আমরা চাই নতুন প্রজন্ম আবৃত্তির প্রতি, বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আরো আগ্রহী হয়ে উঠুক।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: