• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, কী ঘটেছিল রাতে?

প্রকাশিত: ১৬:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৫৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, কী ঘটেছিল রাতে?

ছোট পর্দায় অভিনয় করে অল্প সময়ে পরিচিতি লাভ করা তরুণ অভিনেতা আজিজুর রহমান আজাদ গুলিবিদ্ধ হয়েছেন। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে রাজধানী ঢাকার নিকটস্থ আশুলিয়ার বাড়িতে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন এ অভিনেতা।

তরুণ এ অভিনেতার গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করেন তার সহশিল্পী ও বেসরকারি একটি টেলিভিশনের সাংবাদিক জাহিদুর রহমান। তবে তাৎক্ষণিকভাবে এর নেপথ্যে কী তা সেভাবে বিস্তারিত জানা যায়নি।

এদিকে অভিনেতা আজাদ জানিয়েছেন, রবিবার ভোরে বাড়ির গ্রিল কাটার শব্দে ঘুম ভাঙে তার। পরে বাড়িতে দুর্বৃত্তের উপস্থিতি বুঝতে পারেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে।

এ সময় তাকে রক্ষা করার পর জন্য এগিয়ে আসলে দুর্বৃত্তদের হামলায় তার স্ত্রী ও মা আহত হন। পরে স্থানীয়রা আজাদকে উদ্ধার করে হাসপাতালে নেন। বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন অভিনেতা।

এ ঘটনায় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি আমরা। তবে দুষ্কৃতিকারীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

প্রসঙ্গত, অভিনেতা আজাদকে ‘ক্যারেকটার আর্টিস্ট’ হিসেবে বিভিন্ন নাটকে দেখা গেছে। নির্মাতা তপু খান, কাজল আরেফিন অমি থেকে শুরু করে বিভিন্ন পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি।

টিভিসিসহ হোটেল রিলাক্স, ফিমেল, ব্যাচেলর পয়েন্ট’র মতো জনপ্রিয় কনটেন্টগুলোতে দেখা গেছে তাকে। এ ছাড়া ‘লিডার’ সিনেমায়ও কাজ করেছেন এ অভিনেতা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2