অবশেষে বিয়ের পিঁড়িতে মেহজাবীন ও রাজীব

মেহজাবীন ও রাজীব
অবশেষে ১৩ বছরের প্রেমকে বিবাহে রূপ দিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও প্রযোজক-পরিচালক আদনান আল রাজীব। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের একাধিক ছবি শেয়ার করেছেন মেহজাবীন ও রাজীব।
ছবির পোস্টে মেহজাবীন লেখেন, ‘২০১২ সালের ৯ এপ্রিল- একটি বাঁকা দাঁতওয়ালা ছেলে, যার হাসি ছিল অপূর্ব, সে আমার সাথে দেখা করতে এসেছিল। আমরা মাত্র ১৫ মিনিট কথা বললাম, হাত মিলালাম, এবং যখন সে চলে গেল আমি অনুভব করলাম আমার হৃদয়ের একটি টুকরোও তার সাথে চলে গেল। আমি তখনই বুঝে গিয়েছিলাম- এই হলো সেই মানুষ। ১৩ বছর পর আজ আমরা এখানে একসাথে বেড়ে উঠছি, প্রতিটি ভালো মুহূর্ত উদযাপন করছি এবং প্রতিটি খারাপ মুহূর্ত কাটিয়ে উঠছি।
২০১৯ সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে এই জুটিকে বারবার একসঙ্গে দেখা গেলেও বারবার প্রেমের কথা অস্বীকার করেছেন দুজনেই।
বিভি/জোহা
মন্তব্য করুন: