• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিয়ে করলেন মডেল ও অভিনেত্রী শাকিলা পারভীন

প্রকাশিত: ১৯:০৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
বিয়ে করলেন মডেল ও অভিনেত্রী শাকিলা পারভীন

শাকিলা পারভীন ও আরবিন খান সোহান

এবার বিয়ের পিড়িতে ছোটপর্দার অভিনেত্রী ও মডেল শাকিলা পারভীন। বিয়ের খবর নিজেই সামাজিক মাধ্যমে জানান তিনি। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিজের বিয়ের কিছু ছবি পোস্ট করেন শাকিলা লেখেন, ‘আমরা আমাদের জুটি তৈরি করেছি।’ জানা যায়, অভিনেত্রীর বরের নাম আরবিন খান সোহান। 
  
এ নিয়ে অভিনেত্রী জানান, আরবান খান বাংলাদেশ বিমানে চাকরি করেন। তাদের মধ্যকার ভালো লাগা ছিল। সেখান থেকে বন্ধুত্বের সম্পর্ক হয়। যা দুই পরিবারের সদস্যরা জানতো। আর দুই পরিবারের সদস্যরা রবিবার বিয়ের দিনক্ষণ নিয়ে কথা বলে। ওইদিন এনগেজমেন্টের কথা ছিল। কিন্তু সন্ধ্যার দিকে বিয়ের সিদ্ধান্ত হয় তাদের।

শাকিলা পারভীন বলেন, হঠাৎ বিয়ের সিদ্ধান্ত হওয়ায় সেভাবে কাউকে জানাতে পারিনি। আমরা আগে থেকে স্থির করেছিলাম যে, বিয়ে করতে পারি। এ অবস্থায় হঠাৎ বিয়ের সিদ্ধান্তে অবাক হয়েছিলাম। তবে পরিবারের কথা ভেবেই বিয়েতে রাজি হয়েছি।

আরবান খানের সঙ্গে পরিচয় হয় বন্ধুদের মাধ্যমে, সেটিও ৮ বছর আগে। পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। কিন্তু এই সম্পর্ককে প্রেম বলতে চান না শাকিলা পারভীন। বলেন, আমাদের মধ্যে কোনো প্রেম ছিল না, ৮ বছরের পরিচয়। ভালো লাগা থেকেই আমরা বিয়ে করেছি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে দু’জনই পরিবারের সদস্যদের আগেই পছন্দের কথা জানিয়েছিলাম।

তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে আরবান আমাকে বোঝে। সে আমার অভিনীত কাজগুলো খুব পছন্দ করে। কখনও ভুল করলে তার সমালোচনা করে। পরে আমার কাছে মনে হয়েছে বিয়ে করা যায় তাকে। তবে পরিবার থেকেই বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2