• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল 

প্রকাশিত: ১৯:৫১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল 

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪ এ শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে ভূষিত হলেন ফরিদুল ইসলাম রুবেল। শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে এই পুরষ্কার পেলেন নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল।

অনুষ্ঠানে ফরিদুল ইসলাম রুবেলের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারা বেগম। বিশেষ অতিথি এটিএন বাংলার সম্প্রচার ও অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবুল হোসেন মজুমদার।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ফরিদুল ইসলাম রুবেল বলেন, ‘সম্মাননা একজন মানুষের কাজের মূল্যায়নের সম্মানসূচক স্মারক। যা তাকে পরবর্তীতে আরও ভালো কাজ করতে উৎসাহিত করে ও কাজের প্রতি দায়বদ্ধতা বৃদ্ধি করে। আমি চেষ্টা করবো দর্শকদের প্রত্যাশা পূরণে অবদান রাখতে।’

এবার বাবিসাস আজীবন সম্মাননা লাভ করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আনোয়ারা বেগম, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল সংগীতে ফেরদৌস আরা। বিশেষ সম্মাননা পান চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা, রুবেল, তাসিক আহমেদ। বিভিন্ন ক্ষেত্রে আরও পুরষ্কার পান, ডিএ তায়েব, মামনুন হাসান ইমন, নিরব হোসেন, জয় চৌধুরী, সিয়াম আহমেদ, শিবা সানু, রাশেদ মামুন অপু, খালেদ হোসেন চৌধুরী, মো. ফাহাদ, গোলাম কিবরিয়া তানভীর, রোমানা ইসলাম মুক্তি, শবনব বুবলী, শবনম পারভীন, অর্পনা রানী রাজবংশী, ববি হক প্রমুখ।

সংগীতে বিশেষ অবদানস্বরূপ সম্মানিত হন, শিল্পী মনির খান, রবি চৌধুরী, ইথুন বাবু, বেবি নাজনীন, ডলি সায়ন্তনী, তসিবা বেগম প্রমুখ।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2