• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রথম স্ত্রীর করা মামলায় এবার আদালতে উদিত নারায়ণ

প্রকাশিত: ১২:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
প্রথম স্ত্রীর করা মামলায় এবার আদালতে উদিত নারায়ণ

উদিত নারায়ণ ও প্রথম স্ত্রী রঞ্জনা ঝা

কনসার্টে তরুণীর ঠোঁটে চুমু খেয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়েছিলেন বিখ্যাত গায়ক উদিত নারায়ণ। সোশ্যাল মিডিয়া ঘিরে উঠেছিল ঝড়। সেই বিতর্কের রেশ না কাটতেই এবার আইনি বিপাকে জড়ালেন গায়ক। তার বিরুদ্ধে খোরপোশ সংক্রান্ত অভিযোগ এনে মামলা করেছেন প্রথম স্ত্রী রঞ্জনা ঝা। 

প্রথম স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গত ২১ ফেব্রুয়ারি বিহারের সুপৌল পারিবারিক আদালতে হাজিরা দিয়েছিলেন উদিত নারায়ণ। তবে তিনি এই অভিযোগের মীমাংসার পরিবর্তে রঞ্জনার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন। গায়কের দাবি, রঞ্জনা তার থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ইতোমধ্যেই বিহারের মহিলা কমিশনেও তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। তবে তখনই সেই মামলার নিষ্পত্তি হয়ে যায়। কারণ তখন দু-পক্ষ মীমাংসার পথে হেঁটেছিলেন।

প্রথম স্ত্রী রঞ্জনা ঝাকে আগে প্রতি মাসে ১৫ হাজার টাকা দিতেন উদিত। ২০২১ সালে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২৫ হাজার। এছাড়াও প্রথম স্ত্রীকে চাষের জন্য একটি জমিও দিয়েছিলেন উদিত নারায়ণ। সঙ্গে দিয়েছিলেন ১ কোটির একটি বাড়ি এবং ২৫ লক্ষ টাকাক গয়না। এসবই সেসময় জেনেছিল মহিলা কমিশন। যদিও সেই গয়না নাকি বিক্রি করে দেন রঞ্জনা ঝা। 

এদিকে রঞ্জনা ঝা তার আইনজীবীর মাধ্যমে জানিয়েছিলেন, তিনি তার বাকি জীবনটা উদিত নারায়ণের সঙ্গেই থাকতে চান। বার্ধক্য ও শারীরিক অসুস্থতার কারণেই এই ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। আদালতের বাইরে সংবাদ-মাধ্যমের কাছে রঞ্জনা অভিযোগ করেন, তার গায়ক স্বামী তাকে উপেক্ষা করছেন। এমনকী তার জমি বিক্রির টাকা থেকে ১৮ লক্ষ নিজের কাছে রেখে দিয়েছেন। এখানেই শেষ নয়, রঞ্জনার অভিযোগ ছিল তিনি মুম্বাই গেলে তার পিছনে দুষ্কৃতিকারী পাঠানো হয়। 

প্রসঙ্গত, ১৯৮৫ সালে দীপা গহত্রাজকে বিয়ে করেছিলেন উদিত নারায়ণ। তিনিও একজন গায়িকা। দীপা আদপে নেপালের মেয়ে, তিনি মুম্বাই এসেছিলেন গায়িকা হতেই। সেই সূত্র ধরেই তার সঙ্গে আলাপ হয় উদিতের। বিয়ের পরবর্তী সময়ে তাদের এক সন্তানও হয়, যার নাম আদিত্য নারায়ণ। তিনিও বর্তমানে বলিউডের সুপ্রতিষ্ঠিত গায়ক এবং সঞ্চালক। জানা যায় যে মুম্বই আসার আগে, প্রতিষ্ঠিত হওয়ার আগে রঞ্জনাকে বিয়ে করেছিলেন উদিত নারায়ণ। ১৯৮৪ সালেই নাকি তাদের বিয়ে হয়। তবে মুম্বাইয়ে এসে তাকে ভুলে দ্বিতীয় বিয়ে করেছিলেন উদিত। রঞ্জনার দাবি, উদিত তাকে ডিভোর্স দেননি, এমনকি দ্বিতীয় বিয়ের কথা জানানওনি। এমনকী রঞ্জনার অভিযোগ ছিল, তিনি মুখ খুললে তার কাছে আত্মহত্যা করার হুমকিও নাকি দিতেন উদিত। তবে ২০০৬ সালে প্রথমবার উদিত নারায়ণের সঙ্গে তার বিয়ের বিষয়টি সামনে আনেন রঞ্জনা। এবার উদিতের সঙ্গে থাকার ইচ্ছে প্রকাশ করছেন রঞ্জনা। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2