• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অবসরে যেভাবে সময় কাটে প্রভার

প্রকাশিত: ১৮:২৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
অবসরে যেভাবে সময় কাটে প্রভার

সাদিয়া জাহান প্রভা, ফাইল ছবি

দেশের অন্যতম আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ২০০৫ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু হয়েছেন পুরোদস্তুর অভিনেত্রী। সেখান থেকে হঠাৎ ব্যক্তিগত ইস্যুতে ক্যারিয়ারে বড় ধাক্কা খান তিনি। 

সেই নিজে অনেকেটা আড়াল করে ফেলেন প্রভা। ব্যক্তিজীবনের অনাকাঙ্ক্ষিত ঘটনার রেশ কাটিয়ে আবারও কাজে ফিরেছেন তিনি। তবে এখন আগের মতো ব্যস্ততা নেই। তাই প্রায় সময় অবসর কাটে এই অভিনেত্রীর। আর অবসরে বিড়ালের সঙ্গে সময় কাটে তার। সম্প্রতি এক সাক্ষাৎকার এমনটাই জানান প্রভা। 

এক প্রশ্নের জবাবে প্রভা বলেন, ‘আমি বর্তমানে অবসরে বেশিরভাগ সময় ফেসবুকে রিল দেখি। আর বাকি সময় আমার একটি বিড়াল আছে, তার সঙ্গে পার করি।’ 

সম্প্রতি দেশে ফিরেছেন প্রভা। নিজেকে দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2