• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নিজের বাড়ি ছেড়ে পরিবার নিয়ে ভাড়া ফ্ল্যাটে উঠছেন শাহরুখ খান

প্রকাশিত: ১৭:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
নিজের বাড়ি ছেড়ে পরিবার নিয়ে ভাড়া ফ্ল্যাটে উঠছেন শাহরুখ খান

জন্মদিনে যে বাড়ির ছাদ থেকে হাত নাড়েন বলিউড বাদশাহ শাহরুখ খান সেটি নাম ‘মান্নাত’।  ভক্তদের কাছে এটি হলো এক আবেগের নাম। প্রিয় নায়ককে এক পলক দেখার আশায় হাজার হাজার অনুরাগী ভিড় করেন ‘মান্নাত’র গেটের সামনে, যেখানে আর থাকবেন না কিং খান।   

ভারতীয় এক সংবাদমাধ্যমে বলা হয়, ‘মান্নাত’ ছেড়ে সপরিবারে অন্যত্র একটি ভাড়া ফ্ল্যাটে  উঠছেন শাহরুখ খান। এই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা এ বিষয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা করছেন। 

জানা যায়, মান্নাতকে নতুন ভাবে সাজানো হবে। এই কাজ জন্য আপাতত বাড়ি থেকে পালি হিলের বাড়িতে গিয়ে থাকবেন খান পরিবার। বাড়ি সাজানোর কাজ শুরু হবে মে মাস থেকে। তার কয়েক দিন আগেই অবশ্য খানেরা পালি হিলের বাড়িতে চলে যাবেন। 

আরও জানা যায়, বাড়ির কাজ শেষ হতে হতে সময় লাগবে দু’বছর । মান্নাত আরও একটু  বড় হবে।  বাড়ির এই কাজের জন্য গত বছর প্রশাসনের কাছ থেকে অনুমতিও নিয়েছিলেন গৌরী খান। আগামী দু’বছর তাই খান পরিবারের ঠিকানা পালি হিলের চারতলার ফ্ল্যাটটি। এই ফ্ল্যাটের ভাড়া নাকি বছরে ২ কোটি ৯০ লাখ টাকা।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2