• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এবার ঈদে সব ‘বরবাদ’ করে দিবেন শাকিব খান!

প্রকাশিত: ২১:৫৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
এবার ঈদে সব ‘বরবাদ’ করে দিবেন শাকিব খান!

শাকিব খান

এবারের ঈদে আবারও সিনেমার পর্দা কাঁপাতে আসছেন সুপারস্টার শাকিব খান। প্রকাশ্যে এসেছে বহুল প্রতীক্ষিত ‘বরবাদ’র টিজার। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজার দিয়ে কাঁপিয়ে দিয়েছেন শাকিব খান।

‘বরবাদ’-এর টিজারে শাকিবকে পাওয়া গেছে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন লুকে। টিজার দেখে মনে করা হচ্ছে, প্রেম আর প্রতিশোধের গল্প হতে যাচ্ছে এটি। টিজারের শুরুতেই একটি নারী কণ্ঠ বিদ্রোহী সুরে বলে ওঠে, ‘আমামা হয়ে লজ্জা হয়।’ চোখ ধাঁধানো আলিশান বাড়ি, দামি গাড়ি - এই বিলাসিতার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারের সন্ধান মেলে যখন একজন অ্যাডভোকেট উচ্চারণ করেন, ‘উনি একজন ড্রাগ এডিক্টেড’ আরেক নারী কণ্ঠ যোগ করে, ‘উনি একজন রেপিস্ট।’

এরপরই বিদ্রোহের আগুনে উত্তপ্ত জনতা, চলছে ভাঙচুর, অরাজকতা। ঠিক সেই মুহূর্তেই যেন বিদ্যুৎ চমকের মতো আবির্ভূত হন শাকিব খান। রক্তাক্ত শরীরে, একটি গাড়ির বনেটে বসে আঙুলের ইশারায় কাউকে চুপ করতে বলছেন এবং তারপর, সমস্ত সিনেমা হলকে হিম করে দেওয়া কণ্ঠে উচ্চারণ করেন একটি শব্দ – ‘সাইলেন্স।’

তবে সিনেমায় স্বল্প উপস্থিতিতেও চমকে দিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা যীশু সেনগুপ্ত। তাঁর লুক, এক্সপ্রেশন দেখে অনেকেই মন্তব্য করছেন, এবার জমজমাট লড়াই হবে। আর সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন কলকাতার ইধিকা পাল। আর এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2