• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হঠাৎ কেঁপে উঠলো অস্কারের ৯৭তম মঞ্চ!

প্রকাশিত: ১৮:৫৮, ৩ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
হঠাৎ কেঁপে উঠলো অস্কারের ৯৭তম মঞ্চ!

হঠাৎ কেঁপে উঠলো চলচ্চিত্র দুনিয়ার সব থেকে বড় মঞ্চ অস্কারের ৯৭তম আসর। লস অ্যাঞ্জলেসে অনুষ্ঠিত হওয়া এবারের এই আয়োজনের মাঝখানে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠ অস্কারের মঞ্চ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৯। 

বিবিসির এক বলা হয়, অস্কার অনুষ্ঠানটি হচ্ছিল ডলবি থিয়েটারে। সেখান থেকে মাত্র কয়েক মাইল দূরেই নর্থ হলিউডে ছিল ভূমিকম্পটির কেন্দ্র। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে লস অ্যাঞ্জেলর বেশ কিছু এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে।  

এদিকে, স্থানীয় সংবাদমাধ্যম কেএবিসি জানিয়েছে, সান ফার্নান্দো ভ্যালি এবং লস অ্যাঞ্জেলেসের কিছু অংশ এ ভূমিকম্প অনুভূত হয়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। 

লস অ্যাঞ্জেলেস ফায়ার বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

এবারের আসরে বেশ কিছু চলচ্চিত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এর মধ্যে ‘এমিলিয়া পেরেজ’, ‘আনোরা’, ‘অ্যা রিয়েল পেইন’ ও ‘দ্য ব্রুটালিস্ট’ উল্লেখযোগ্য। এসবের মধ্যে ‘এমিলিয়া পেরেজ’ সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে।  

আয়োজনের প্রথম পুরস্কারটি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন। তিনি ‘অ্যা রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেয়েছেন।

এ ছাড়া ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রীর ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য অস্কার জিতেছেন জো সালদানা। পুরস্কার গ্রহণের সময় তিনি তার মা ও বোনকে স্যালুট জানান এবং আবেগে আপ্লুত হয়ে পড়েন।  

আসরের সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় দারুণ অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। অন্যদিকে ‘আনোরা’  সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মাইকি ম্যাডিসন।

সেরা কস্টিউম ডিজাইনারের পুরস্কার পেয়েছেন পল টাজেওয়েল। বিজয়ী বক্তৃতায় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন ও তার পুরো টিমকে ধন্যবাদ জানান।  

এর বাইরে, দ্বিতীয়বারের মতো অস্কার জিতেছেন শন বেকার। ‘আনোরা’  চলচ্চিত্রে তার অনবদ্য গল্প বলার দক্ষতা ও চমৎকার সম্পাদনার জন্য তিনি এই স্বীকৃতি পেয়েছেন।

এছাড়াও সেরা প্রযোজক হিসেবে অস্কার পেয়েছেন নাথান ক্রাউলি এবং লি স্যান্ডেলস উইকড। অন্যদিকে, সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার জেতেন ডেনিস ভিলেনিউভ।

এদিকে, ‘এমিলিয়া পেরেজ’  চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘এল মাল’  এর জন্য তিন সংগীতশিল্পী ক্লেমেন্ট ডুকল, ক্যামিল এবং জ্যাক অডিয়ার্ড অস্কারে ভূষিত হয়েছেন।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2