শেখ সাদীকে লুকিয়ে রাখতে পারলেন না পরীমণি!

শেখ সাদী ও পরীমণি
সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। এ নায়িকে একের পর এক প্রেম ও বিয়ের সম্পর্কে জড়িয়েছেন নিজেকে। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর সঙ্গীতশিল্পী ও মডেল শেখ সাদী সঙ্গে প্রেম করছেন পরী, এমনটাই গুঞ্জন উঠেছে সামাজিক মাধ্যমে।
মঙ্গলবার (৫ মার্চ) ফেসবুকে নিজের একটি ছবি প্রকাশ করেছেন পরীমণি। যেখানে দেখা যায়, একজন যুবকের বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছেন পরীমণি।
আর পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে। জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে....আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন...।’
তবে ছবিতে সেই যুবককে চেহারা দেখাচ্ছিল না। শুধুমাত্র তার হাতটাই দেখা গেছে। যে হাতে আবার ভালোবাসার দাগও যেন স্পষ্ট। এদিকে নেটিজেনরা পরীর পাশে থাকা মানুষকে সংগীতশিল্পী শেখ সাদী বলে দাবি করছেন।
কেননা, শেখ সাদীর ব্যবহৃত হাতঘড়ির সঙ্গে পরীমণির পাশে থাকা পুরুষের হাতঘড়ির মিল খুঁজে পাচ্ছেন। আর সেকারণে নেটিজেনদের অনুমান স্পস্ট হচ্ছে।
এছাড়াও সম্প্রতি সময়ে শেখ সাদীর সঙ্গেই পরীমণির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শোবিজাঙ্গনে। যে কারণে ভক্তরাও দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন।
বিভি/জোহা
মন্তব্য করুন: