রাফীর সঙ্গে বিয়ের গুঞ্জন, মুখ খুললনে তমা মির্জা

নির্মাতা রায়হার রাফী ও অভিনেত্রী তমা মির্জা
মিডিয়া পাড়ায় কান পাতলেই শোনা যায়, প্রেম করছেন নির্মাতা রায়হার রাফী ও অভিনেত্রী তমা মির্জা। কিন্তু প্রেমের কথা বরাবরই অস্বীকার করে এসেছেন দুজনেই। তবে এবার সামনে এলো নতুন খবর।
বেশকিছু সূত্রের দাবি, এবার রাফী-তমা নাকি চুপিসারে বিয়ে করে সংসার পেতেছেন।
সোমবার (৩ মার্চ) ছিল রাফীর জন্মদিন। দিনটি একসঙ্গে উদযাপন করেছেন পরিচালক-নায়িকা। সঙ্গে ছিলেন রাফীর মা। অনেকটা পারিবারিক আবহ বিরাজ করছিল। আর এ থেকে নেটিজেনরা দাবি করছেন, এবার বিয়ে করে সংসার শুরু করেছেন তমা ও রাফী।
এ নিয়ে তমা বলেন, আমি সংবাদমাধ্যমকে এই ধরনের বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি। আমি একজন শিল্পী, আর একজন শিল্পী হিসেবে আমার প্রাথমিক মনোযোগ কাজের দিকে এবং বর্তমানে আসন্ন প্রকল্পগুলোর প্রতি মনোযোগ আমার। তবে যারা দায়িত্বশীল এবং সততার সঙ্গে সংবাদ পরিবেশন করেন তাদের সম্মান এবং পেশদারিত্বের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তমা আরও যোগ করে বলেন, ভবিষ্যৎ কী আমি জানি না। কারণ, আমার ভাগ্যে কী আছে, আমি জানি না। আমি আজকে একটা কথা বলব, কালকে সেই জিনিসটা হবে না, এটা নিয়ে মানুষ হাসাহাসি করবে বা প্রশ্ন তুলবে, এমন প্রশ্নের সম্মুখীন আমি হতেই চাই না। আমি আমার বর্তমান প্রসঙ্গে জানি, এই বর্তমানে আমি কোনো সম্পর্কে জড়িত নই। গত এক-দেড় বছরে আমি কোনো সম্পর্কে নেই, নিশ্চিত। সামনে কী হবে, সেটা সামনে বলতে পারব। অগ্রিম কিছু বলতে পারব না।
বিভি/জোহা
মন্তব্য করুন: