• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘যে দেশে প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ, সেই দেশে আবার ওমেন্স ডে কী?’

প্রকাশিত: ২৩:২২, ৮ মার্চ ২০২৫

আপডেট: ১৩:১৪, ৯ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
‘যে দেশে প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ, সেই দেশে আবার ওমেন্স ডে কী?’

ছবি: শবনম ফারিয়া

শনিবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে পালন করা হচ্ছে দিবসটি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে নারী দিবস নিয়ে তুলে ধরেছেন নিজস্ব মতামত। সেই সঙ্গে কেউ কেউ ক্ষোভও প্রকাশ করেছেন।

অভিনেত্রী শবনম ফারিয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লেখেন, ‘যেই দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষণের সংবাদ, সেই দেশে আবার ওমেনস ডে কি?’

কয়েকদিন আগেও ৪ মার্চ ধর্ষণের ঘটানায় ক্ষোভ প্রকাশ করেছিলেন শবনম ফারিয়া। প্রতিবাদ জানিয়ে শবনম ফারিয়া লেখেন, ‘যেখানে ধর্ষকের শাস্তি আমরা মৃত‍্যুদণ্ড চাই, সেখানে তারা জামিন পেয়ে ঘুরে বেড়াবে? এখানে যা বলা হচ্ছে তা যদি সত‍্যি হয়, এর থেকে ন্যক্কারজনক কিছু হতে পারে না।’

তিনি আরও লেখেন, ‘যদি সত‍্যি জামিন হয়ে থাকে, তাকে যারা জামিন দিয়েছেন কিংবা এই প্রসেসের সঙ্গে জড়িত, তাদেরও শাস্তির আওতায় আনা জরুরি। দেশের আইনশৃঙ্খলার অবস্থা এমনিই খারাপ, তার মধ‍্যে যদি এমন সব ঘটনাও ঘটে, এর থেকে খারাপ দৃষ্টান্ত আর কিছু হতে পারে না।’

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2