• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ওমরাহ হজ করতে মক্কায় গেছেন বর্ষা

প্রকাশিত: ১৬:১৮, ১১ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
ওমরাহ হজ করতে মক্কায় গেছেন বর্ষা

ছবি: চিত্রনায়িকা বর্ষা

ঢালিউড চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। তিনি শোবিজের পাশাপাশি নিজের ব্যক্তিজীবন নিয়েও ব্যস্ত থাকেন; নিয়মিতই পালন করেন ধর্মীয় আচার-রীতি। পবিত্র রমজান মাসে ওমরাহ হজ পালন করতে মক্কায় গেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক মাধ্যমে বর্ষা নিজেই খবরটি জানান; সঙ্গে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন এই চিত্রনায়িকা।

ক্যাপশনে বর্ষা লেখেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন, আমিন। আমার আত্মাটা রেখে গেলাম। ইনশাআল্লাহ আবার ফিরে আসব।’

এদিকে গণমাধ্যমে বর্ষা জানিয়েছেন, গত ৬ মার্চ ওমরাহ পালনের উদ্দেশে পবিত্র নগরী মক্কায় পৌঁছান তিনি। আগামী ১৩ মার্চ তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে অনন্ত-বর্ষা জুটির নতুন সিনেমা ‘নেত্রী দ্য লিডার’। ‘কিল হিম’ সিনেমায় সর্বশেষ এ অভিনেত্রীকে দেখা গেছে। মোহাম্মদ ইকবালের পরিচালনায় এতে স্বামী অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন বর্ষা।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2