• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ন্যানসি কন্যা রোদেলার কণ্ঠে আসছে ঈদের গান!

প্রকাশিত: ১৮:৪৮, ১৫ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
ন্যানসি কন্যা রোদেলার কণ্ঠে আসছে ঈদের গান!

ছবি: মার্জিয়া বুশরা রোদেলা

গানের জগতে মার্জিয়া বুশরা রোদেলার পথচলা শুরু মা নাজমুন মুনিরা ন্যানসির পথ ধরেই। অল্প বয়সে গানের জগতে প্রবেশ করেই তাক লাগান তিনি। কিশোরী রোদেলার জন্য এরইমধ্যে গান তৈরি করেছেন হাবিব ওয়াহিদ, হৃদয় খান, এহসান রাহী, সেতু চৌধুরীরা।

সেসব গানে প্রশংসায় ভেসেছেন ন্যানসি কন্যা রোদেলা। তবে তিনি এবার ঈদে একেবারে অন্যরকম একটি গান নিয়ে হাজির হচ্ছেন। গানটির শিরোনাম ‘অকারণ’।

রোদেলার ৬ নম্বর মৌলিক গান এটি। ‘অযথা ভাবনায়, এ কেমন আসা যাওয়া/ অকারণ অবেলায়, তারই মাঝে ডুবে যাওয়া/ ভুল করি আবার উড়ি, মন থাকে উচাটন/ অনুভূতির কিযে বাড়াবাড়ি/ সে মানে না বারণ- এমন কথার গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন। এর সুর ও সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান।


কথার সঙ্গে মিল রেখে এরইমধ্যে গানটির একটি মিউজিক ভিডিও করা হয়েছে। চন্দন রয় চৌধুরীরর নির্দেশনায় এতে অভিনয় করেছেন রোদেলাই। ঈদ উপলক্ষে রোদেলার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে ১৯ মার্চ।

গানটি প্রসঙ্গে রোদেলা গণমাধ্যমকে বলেন, একেবারেই অন্যরকম একটি গান এটি। এর কথায় প্রথম প্রেমের অনুভূতি ফুটে উছেছে। সুরে ও গায়কিতেও ভিন্নতা খুঁজে পাবেন শ্রোতা-দর্শক। গানটির সুন্দর একটি ভিডিও করা হয়েছে। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।

গানটির গীতিকবি ফয়সাল রাব্বিকীন গণমাধ্যমকে বলেন, গানটির পরিকল্পনা বেশ আগে থেকেই হচ্ছে। রোদেলাকে ভেবেই গানটি লেখা। তার বয়স ও সে সময়টার প্রেমের অনুভূতি-আকুলতা প্রকাশ হয়েছে গনটির কথায়। আমার মনে হয় গানটি সবার ভালো লাগবে।

গানটির সুরকার ও সংগীত পরিচালক প্রত্যয় খান গণমাধ্যমকে বলেন, রোদেলার কথা চিন্তা করেই গানটি করা। লিরিক হাতে পাওয়ার পর বেশি সময় লাগেনি কাজটি করতে। রোদেলা অসাধারণ গেয়েছে। সবার গানটি ভালো লাগবে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2