• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দেওয়া লোকেরা ধর্ষণের বিচার চাইছে’

প্রকাশিত: ২২:৩২, ১৫ মার্চ ২০২৫

আপডেট: ০০:৩৪, ১৬ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
‘কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দেওয়া লোকেরা ধর্ষণের বিচার চাইছে’

ছবি: জিনাত শানু স্বাগতা

সারাদেশ নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে উত্তাল। বিশেষ করে মাগুরার সেই শিশুটির মৃত্যুর পর জোর দাবি উঠেছে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করার। বিনোদন জগতের তারকারাও বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন। তাদের মধ্যে অভিনেত্রী জিনাত শানু স্বাগতা একজন।

ধর্ষণ প্রসঙ্গে বলতে গিয়ে স্বাগতা নিজের ভেরিফায়েড ফেসবুল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তার জীবনের বাস্তবতার কথা তুলে ধরেন।

পোস্টে স্বাগতা লেখেন, ‘আমার নিউজফিডে প্রচুর পুরুষকে দেখছি ধর্ষকের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এর মধ্যে অনেকেই আমাকে কাজের বিনিময়ে শোয়ার শর্ত জুড়ে দিয়েছে। রাজি হইনি বলে চিরতরে কাজের সুযোগও বন্ধ করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে তারাও কি ধর্ষক নয়?’

অভিনেত্রীর সেই পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘তারা তোমার অনুমতি চেয়েছে, জোর জবরদস্তি করেনি, ইচ্ছার বিরুদ্ধে। তোমার যেমন ‘না’ বলার স্বাধীনতা আছে, তাদেরও তেমন কাজে ‘না’ নেয়ার স্বাধীনতা আছে।’

উত্তরে স্বাগতা লিখেছেন, ‘এটা হলো সিন্ডিকেট করে কাজ বন্ধ করা, যেন আমি বাধ্য হই ইয়েস বলতে। টেকনিকালি ধর্ষণ, যদি কাজ করতেই হয় তাহলে রাজি হতেই হবে।’

তবে কারা কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দিয়েছেন, এ বিষয়ে এই অভিনেত্রী কিছু জানাননি।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2