লুঙ্গি পরে সিনেমা হলে যেতে চান বুবলী

লুঙ্গি পরে সিনেমা হলে যেতে চান বুবলী
এবার ঈদে মুক্তির অপেক্ষায় আছে বুবলী ও সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। এরই মধ্যে শুরু হয়েছে ছবি প্রচার-প্রচারণা। ছবিটির পোস্টার-টিজারের মাধ্যমে দর্শকদের আগ্রহ তৈরি করছে। এবার লুঙ্গি পরে ছবি শেয়ার করে ছবির প্রচারণা শুরু করলেন বুবলী।
মঙ্গলবার (১৮ মার্চ) নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন বুবলী। ছবিতে লুঙ্গি পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে। বসে, দাঁড়িয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘‘হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?’’
এমন রুপে বুবলীকে দেখে অনুসারীরাও উচ্ছ্বসিত। বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন তারা। কেউ লিখেছেন ‘সেই হবে।’ আবার কেউ লিখেছেন ‘দারুণ লাগছে।’
আজাদ খানের গল্পে জংলি’ পরিচালনা করেছেন এম রাহিম। চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। ছবিটিতে সিয়াম-বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
বিভি/জোহা
মন্তব্য করুন: