সাড়া ফেলছে ‘চক্কর ৩০২’র ‘কাউয়া কমলা খাইতে জানে না’

‘কাউয়া কমলা খাইতে জানে না’ গানের পোস্টার
‘চক্কর ৩০২’ সিনেমার মাধ্যমে বড় পর্দার নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবনের। আর সিনেমাটিতে মূল চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার ও গান।
সম্প্রতি অন্তর্জালে প্রকাশ পেয়েছে ‘চক্কর ৩০২’ সিনেমার গান ‘কাউয়া কমলা খাইতে জানে না’। রাজ্জাক দেওয়ানের লেখা লোকসংগীতের ধাঁচের কৌতুকপূর্ণ কথার এই গানটির মাধ্যমে ‘চক্কর’-এর কিছুটা আবহ ফুটিয়ে তুলেছেন নির্মাতা। গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজল দেওয়ান এবং গানটির নতুন করে সংগীত আয়োজন করেছেন সময়ের আলোচিত সংগীত ব্যক্তিত্ব ইমন চৌধুরী।
‘কাউয়া কমলা খাইতে জানে না’ গানটি বহু পুরনো। বিভিন্ন লোকশিল্পী গানটি গেয়েছেন, তবে অনেকে মনে করছেন, সিনেমায় ব্যবহারের ফলে নতুন মাত্রা পেয়েছে। ইউটিউবে গানটি মুক্তির পর থেকে দর্শক মনে ব্যাপক সাড়া ফেলেছে।
গানটিতে দেখা যায়, ভাসমান একটি প্রমোদতরীতে আঞ্চলিক ভঙ্গিতেই আসর বসেছে। ভাসমান যে তরীটি টার্গেট করেছে গোয়েন্দা পুলিশ। যেখানে সাঙ্গপাঙ্গসহ লুকিয়ে আছে অপরাধী। এমন আবহই ফুটে উঠেছে গানে। যে আসরের মধ্যমণি সুমন আনোয়ার!
গানের শেষ দিকে দেখা যায় অনেক কাঠখড় পুড়িয়ে ভাসমান সেই জাহাজটিতে উঠেন ‘চক্কর’-এর মূল গোয়েন্দা মোশাররফ করিম! শেষ পর্যন্ত কি অপরাধীদের মুখোমুখি হন এই গোয়েন্দা?
গানটি ইতিমধ্যে দর্শক পছন্দ করতে শুরু করেছেন। গান নিয়ে একজন মন্তব্য করেছেন,“এই গানের জন্য ‘চক্কর ৩০২’ অনেক দর্শককে পাবে, আমাদের আপন সুরের গান। কাজল দেওয়ানকে কাজে লাগানোয় খুব ভালো লাগছে, এ্যারেঞ্জমেন্ট দারুণ।”
২০২১-২২ অর্থবছরে ‘চক্কর’ সিনেমার জন্য সরকারি অনুদান পান শরাফ আহমেদ জীবন। ছবিতে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দীনার, রওনাক হাসান, সুমন আনোয়ার, রীকিতা নন্দিনী শিমুসহ অনেকে। এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি।
বিভি/জোহা
মন্তব্য করুন: