• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বলিউড নায়িকাদের কার কত পরিশ্রমিক, জানলে অবাক হবেন

প্রকাশিত: ২০:৩৫, ২৩ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
বলিউড নায়িকাদের কার কত পরিশ্রমিক, জানলে অবাক হবেন

প্রায় শোনা যায় শুরুর দিক থেকেই নাকি পারিশ্রমিক নিয়ে বৈষম্য রয়েছে বলিউডে ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে। হিন্দি ছবির পারিশ্রমিকের ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অনেক ব্যবধান রয়েছে বলে জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী। চলুন জেনে নেয়া যাক বলিউডের কোন অভিনেত্রী পারিশ্রমিক কত। 

বর্তমানে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গত বছর এই স্থান দখল করে রেখেছিলেন দীপিকা পড়ুকোন। তাকে পেছনে ফেলে প্রথম স্থানে চলে এসেছেন প্রিয়াঙ্কা। জানা যায়, বর্তমানে প্রতি সিনেমার জন্য প্রিয়াঙ্কা পারিশ্রমিক নিচ্ছেন ৩০ কোটি রুপি আর তার বাৎসরিক আয় ৬৫০ কোটি রুপি। তিনি এখন সর্বোচ্চ আয় করা ভারতীয় অভিনেত্রী। 

বর্তমানে বলিউডে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা অভিনেত্রী  দীপিকা পাডুকোন। ছবি প্রতি তার উপার্জন ১৫ থেকে ৩০ কোটি রুপি আর বছর শেষে আয় ৫০০ কোটি। কয়েক বছর ধরে পারিশ্রমিকের নিরিখে প্রথম সারিতে ছিলেন এই অভিনেত্রী। অভিনয়ের দক্ষতার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে দীপিকার পারিশ্রমিকও।  তবে এ বছর তাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যান প্রিয়াঙ্কা চোপড়া। 

পারিশ্রমিকের দিক থেকে বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছেন কঙ্গনা রানওয়াত। প্রতি সিনেমার জন্য তিনি পারিশ্রমিক দেন ১৫-৩০ কোটি রুপি। এই নায়িকার বাৎসরিক আয় প্রায় ১০০ কোটি রুপি। তবে সিনেমার থেকে নানা মন্তব্য ও কর্মকান্ড করে আলোচনায় থাকেন তিনি। 

সালমান খানের হাত ধরে বলিউডে আসা ক্যাটরিনা কাইফ এখন প্রতি সিনেমার জন্য পারিশ্রমিক নেন ১০ থেকে ১২ কোটি রুপি। তবে তার বাৎসরিক আয় কঙ্গনা রানওয়াতের থেকে বেশি। তিনি প্রতি বছর আয় করেন প্রায় ২৩৫ কোটি রুপি। 

স্টার কিডদের মধ্যে বলিউডে অন্যতম জায়গা করে নিয়েছেন আলিয়া ভাট। রণবীর পত্নী প্রতি সিনেমায় পারিশ্রমিক নেন ১০ থেকে ১৫ কোটি রুপি। আর তার বছর শেষে আয় প্রায় ৫০০ কোটি।

ছোট নবাব সাইফ আলী খানকে বিয়ে করে এখন সিনেমা থেকে কিছুটা দূর আছেন কারিনা কাপুর। তবে এখনও প্রতি সিনেমার জন্য তিনি পান ৮ থেকে ১৮ কোটি আর বছর শেষে তার আয় থাকে ৪৪০ কোটি রুপি। 

এছাড়া প্রতি সিনেমার জন্য ৮-১০ কোটি পারিশ্রমিক পান ঐশ্বরিয়া রায় ও আনুষ্কা শার্মা, বিদ্যা বালান পেয়ে থাকেন ৮ থেকে ১৪ ও শ্রদ্ধা কাপুর পেয়ে থাকেন ৭ থেকে ১০ কোটি রুপি।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2