• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তামিমের জন্য শাকিব খানের প্রার্থনা

প্রকাশিত: ১৪:৩৭, ২৪ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
তামিমের জন্য শাকিব খানের প্রার্থনা

তামিম ইকবাল ও শাকিব খান

ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। সেখানেই টসের পর অসুস্থ হয়ে পড়েন এই তারকা ক্রিকেটার। প্রাথমিক অবস্থায় তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার নেওয়া হলেও পরিস্থিতি মোটেই অনুকূলে ছিলেন না।

শেষ পর্যন্ত বিকেএসপির পাশেই ফজিলাতুননেসা হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম। হার্টে একটি শতভাগ ব্লক পাওয়া গেছে।অবস্থার অবনতি হলে তামিমকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। সেই সঙ্গে রিং পরানো হয়েছে বলে জানা গেছে। বর্তমানে সিসিইউতে নিবিড় পর্যাবেক্ষনে রয়েছেন এই দেশসেরা ওপেনার।

এদিকে তামিম ইকবালের সুস্থতা কমনা করেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।সোমবার (২৪ মার্চ) এ নায়ক নিজের ফেসবুকে লেখেন, বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।
 
চিকিৎসকরা বলছেন, তামিমের হার্টে একটি শতভাগ ব্লক রয়েছে। তাই হার্টে রিং পরানো হয়েছে তাকে। বর্তমানে নিবিড় পর্যেবেক্ষণে রয়েছেন জনপ্রিয় এ ক্রিকেটার।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2