সিনেমায় নাম লেখাচ্ছেন প্রসেনজিৎপুত্র

প্রসেনজিৎ ও তৃষাণজিৎ চট্টোপাধ্যায়
বলিউডে আছেন ‘বিগ বি’, ‘ছোটা বি’, হিন্দি ছবির দুনিয়া অমিতাভ বচ্চন এবং তার ছেলে অভিষেক বচ্চনকে এ ভাবেই চেনে। ঘটনার পুনরাবৃত্তি কি এ বার টলিউডে! সোমবার একটাই খবরে সরগরম টলিপাড়া।
অবশেষে বড় পর্দায় পা রাখতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। বছরের শুরু থেকেই এই গুঞ্জন প্রায়ই শোনা যাচ্ছিল। সব ঠিক থাকলে চলতি বছরের শেষে রুপোলি পর্দায় অভিষেক ঘটবে তার। প্রযোজক শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনির হাত ধরে আসছেন প্রসেনজিৎ-অর্পিতা চট্টোপাধ্যায়ের ‘মিশুক’। কোন পরিচালকের ছবিতে দেখা যাবে তাকে বা বিপরীতে কোন নায়িকা— এই খবর এখনও পাওয়া যায়নি।
ইদানীং, প্রায়ই বিনোদন দুনিয়ার বড় মাপের অনুষ্ঠানে প্রসেনজিতের সঙ্গে দেখা যাচ্ছে তৃষাণজিৎকে। যেমন, সম্প্রতি প্রযোজনা সংস্থা এসভিএফ এবং হইচই একযোগে এ বছরের ছবি আর ওয়েব সিরিজ়ের তালিকা প্রকাশ্যে এনেছে। তারকাখচিত এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন বাবা আর ছেলে। সকলের সঙ্গে হাসিমুখে কথা বলতেও দেখা গিয়েছে তাকে। যদিও অভিনয়ের প্রসঙ্গ উঠলে তিনি বাবাকে দেখিয়ে নিজে এড়িয়ে গিয়েছেন।
সূত্র- আনন্দবাজার
বিভি/জোহা
মন্তব্য করুন: