• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মুক্তির আগেই ৬০০ ওয়েব সাইটে সালমান খানের ‘সিকান্দার’

প্রকাশিত: ১৫:৪৭, ৩০ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
মুক্তির আগেই ৬০০ ওয়েব সাইটে সালমান খানের ‘সিকান্দার’

অনলাইনে ফাঁস হয়েছে মেগাস্টার সালমান খানের সিনেমা ‘সিকান্দার’। ঈদের দিন (আজ) বিশ্বব্যাপী সিনেমাটি বড় পর্দায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। 

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, শনিবার রাতে সিনেমাটি অনলাইনে ফাঁস হয়ে যায়। তবে একটি বা দুটি নয়, মোট ৬০০টি ওয়েবসাইটে সিনেমাটি ফাঁস হয়ে গেছে। যার মধ্যে রয়েছে তামিল রকার্স, মুভিরুলস, ফিল্মিজিলার মতো সাইট।

এ খবরটি ছড়িয়ে পড়ার পরেই উদ্বেগ দেখা গেছে ভক্তদের মধ্যে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে চলচ্চিত্র বানিজ্যিক বিশ্লেষক কোমল নাহতাকেও।

রবিবার (৩০ মার্চ) সকালে একটি টুইট প্রকাশ করে কোমল বলেন, ‘এই ঘটনাটি যে কোনও প্রযোজকের কাছে একটি দুঃস্বপ্নের মতো। সিনেমা মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায়।

এর আগেও এমন অনেক ঘটনা আমরা শুনেছি। দুর্ভাগ্যবশত এবার সিকান্দারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটলো।’

কোমল আরও বলেন, ‘সিনেমার নির্মাতা, নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন অ্যান্টারটেইনমেন্ট গোটা বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুধু তাই নয়, ইতিমধ্যেই ৬০০টি ওয়েবসাইট থেকে সিনেমাটি সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু যা ক্ষতি হওয়ার কিছুটা হয়েছে।

ওয়েবসাইটের সংখ্যা আরও বাড়ছে এবং ক্রমশ বেড়েই যাচ্ছে। এটি সত্যি ভীষণ নিন্দনীয় একটি কাজ। বক্স অফিসে এর প্রভাব পড়তে পারে।’
সিনেমাটি কীভাবে ফাঁস হয়েছে বা কোন সংস্থা থেকে এটি ফাঁস করা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে নির্মাতারা পুলিশের কাছে আবেদন করেছেন যাতে গোটা ঘটনাটি নিয়ে তদন্ত করা হয়।

গত দুই বছরে ঈদে সালমানের কোনো সিনেমা মুক্তি পায়নি। দুই বছর পর ঈদে ফিরলেন সালমান। তবে সিনেমাটির অগ্রিম বুকিং অনেক আগে শুরু হয়ে গেলেও এটি এখনও পর্যন্ত কোনও রেকর্ড ভাঙতে পারেনি। তবে মুক্তির পর বেশ ভালই ব্যবসা করবে বক্স অফিসে, এমনটা ধারনা করাই যাচ্ছে। যেহেতু ঈদ আর সালমানের এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যুগ যুগ ধরেই। তাই সালমান ভক্তরা রয়েছেন প্রত্যাশায়।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2